বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০১৫, ১১:০৯:৩৫

হরতাল ডেকে জামায়াত উধাও, সাড়া নেই

হরতাল ডেকে জামায়াত উধাও, সাড়া নেই

ঢাকা : দুই শীর্ষ যুদ্ধাপরাধী আলী আহসান মুজাহিদের ফাঁসির রায় পুনর্বিবেচনার আবেদন খারিজের প্রতিবাদে দেশব্যাপী জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলছে। তবে এর কোনো প্রভাব নেই রাজধানীসহ দেশের বড়বড় শহরগুলোতে। হরতালে রাজধানীর জনজীবন ও যান চলাচল স্বাভা‌বিক রয়েছে। পাশাপা‌শি হরতালকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বা‌হিনী নিয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। অন্যান্য দিনের মতোই ভোর থেকে রাজধানীতে যান চলাচল স্বাভাবিক দেখা গেছে। বিভিন্ন চেক পোস্টে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। এমনকি কর্মসূচির সমর্থনে কোনো মিছিল কিংবা পিকেটিং করতেও দেখা যায়নি জামায়াত-শিবির কর্মীদের। হরতালকে কেন্দ্র করে দেশজুড়ে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। যেকোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিহত করতে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। নিরাপত্তা নিশ্চিতে পুলিশের সঙ্গে কাজ করছে র‌্যাব ও বিজিবি। বৃহস্পতিবার ভোর ৬টা থেকে সোয়া ৭টা পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, মহানগরীর প্রতিটি মোড়ে মোড়ে সতর্ক নজরদারি চালাচ্ছে পুলিশ। সন্দেহভাজনদের করা হচ্ছে তল্লাশি। একইসঙ্গে সন্দেহভাজন যানবাহনেও তল্লাশি চালানো হচ্ছে। এছাড়াও নগরীতে পুলিশের টহল দল সতর্কতার সঙ্গে টহল কার্যক্রম চালাচ্ছে। ১৯ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে