বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০১৫, ১২:৩৭:২৪

‘শিগগিরই পূর্ণাঙ্গ রায়’

‘শিগগিরই পূর্ণাঙ্গ রায়’

ঢাকা : মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মৃত্যুদণ্ড কার্যকরের পূর্ণাঙ্গ রায় শিগগিরই প্রকাশ পাবে বলে জানিয়েছেন এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। সুপ্রিম কোর্টে তার নিজ কার্যালয়ে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এদিকে রিভিউ আবেদন খারিজের সংক্ষিপ্ত আদেশের কপি বুধবার রাত পর্যন্ত কারাগারে পৌঁছেনি। আদেশের কপি মুজাহিদ ও সালাউদ্দিন কাদের চৌধুরীকে পড়ে শোনানোর পর তাদের কাছে জানতে চাওয়া হবে, তারা রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইবেন কিনা। কারাগার সূত্রে জানা যায়, মুজাহিদ আগে থেকেই ঢাকা কেন্দ্রীয় কারাগারে ছিলেন। তবে গত ১৫ নভেম্বর সালাউদ্দিন কাদের চৌধুরীকে কাশিমপুর কারাগার থেকে ঢাকায় নিয়ে আসা হয়। ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার নেসার আলম গণমাধ্যমকে বলেন, ‘কারাগার সব সময়ই প্রস্তুত থাকে। কর্তৃপক্ষের কাছ থেকে নির্দেশনা এলে আমরা ফাঁসির ব্যবস্থা করব। এখন পর্যন্ত আমাদের কাছে কোনো নির্দেশনা আসেনি।’ ১৯ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে