শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৫, ০৯:৫২:৪৫

গরুটির দাম ১০ লাখ টাকা!

গরুটির দাম ১০ লাখ টাকা!

ঢাকা : গরুটির রং সাদা। গলায় ঝুলছে ফুলের মালা। চারপাশে মানুষের ভিড়।  লোকজন বলছে, এবার গাবতলী গরুর হাটে এখন পর্যন্ত আসা এটাই সেরা গরু। দাম হাঁকা হচ্ছে ১০ লাখ টাকা।

গরুটির মালিক আকরাম হোসেন বলেন, ‘গরুটি ১০ লাখ টাকায় বিক্রি করতে চাই। ১০-১২ জন ক্রেতা এসেছে। তারা ৪ লাখ ৮০ হাজার টাকা পর্যন্ত দাম বলেছে। তবে ছয় লাখ টাকার নিচে বিক্রি করব না।’

কুষ্টিয়া থেকে আসা আকরাম জানান, দশ মাস আগে তিনি ১ লাখ ৯৩ হাজার টাকা দিয়ে গরুটি কিনেছেন।

আকরামের তথ্যমতে, গরুটি নিজে পুষেছেন। মোটা-তাজাকরণের কোনো ট্যাবলেট খাইয়ে গরুটি বড় করেননি। এই গরু ব্যবসায়ী বিক্রির জন্য আরো চারটি গরু নিয়ে এসেছেন।

গাবতলী গরুর হাটে আসা একাধিক ক্রেতা জানান, তারা পুরো বাজার ঘুরে দেখেছেন। কিন্তু আকরামের গরুটির মত গরু এ বাজারে দ্বিতীয়টি নেই।

অন্য একজন ক্রেতা আবার গরুটিতে কী পরিমাণ মাংস হতে পারে তাও মেপে ফেলেছেন।

তার মতে, গরুটিতে ১০ মণ মাংস হতে পারে। বিক্রেতার চাওয়া দাম ধরলে অন্যান্য খরচসহ প্রতি মণ মাংসের দাম পড়বে প্রায় ১ লাখ টাকা।

দাম যদি এর ৫ লাখ টাকাও হয় তাতে প্রতি মণের দাম পড়বে ৫০ হাজার টাকা। তার মানে প্রতি কেজি মাংসের দাম ১২৫০ টাকা।
১৯ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে