বুধবার, ০৭ ফেব্রুয়ারী, ২০১৮, ০৯:৫১:১০

দ্বিতীয়বার রাষ্ট্রপতি হচ্ছেন আবদুল হামিদ

দ্বিতীয়বার রাষ্ট্রপতি হচ্ছেন আবদুল হামিদ

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের ইতিহাসে প্রথম বারের মত বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোন বির্তক ছাড়াই দ্বিতীয়বারের মতো রাষ্ট্রপতি নির্বাচিত হতে যাচ্ছেন মো. আবদুল হামিদ। বুধবার মনোনয়নপত্র বাছাইয়ের পর এ ঘোষণা দিতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার দুপুর সাড়ে বারোটায় সংবাদ সম্মেলন ঢেকেছে ইসি। ইসির ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমেদ ইত্তেফাককে এ তথ্য নিশ্চিত করেছেন। এছাড়াও সন্ধ্যা সাড়ে ৬টায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে বঙ্গভবনে দেখা করতে যাবেন কেএম নূরুল হুদার নেতৃত্বাধীন পাঁচ সদস্যের কমিশন।
 
ইসি সূত্রে জানা যায়, তফসিল অনুসারে সোমবার বিকাল চারটা পর্যন্ত রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র জমার শেষ সময় ছিল। ওইদিন আবদুল হামিদ ছাড়া আর কারো মনোনয়নপত্র জমা পড়েনি।  বুধবার মনোনয়নপত্র বাছাইয়ের পর কোনো ভুলত্রুটি না থাকলে আবদুল হামিদকেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত ঘোষণা করা হবে।
 
সংসদে আওয়ামী লীগের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় রাষ্ট্রপ্রধানের পদে ৭৪ বছর বয়সী আবদুল হামিদের দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হওয়া আনুষ্ঠানিকতা মাত্র। ২০১৩ সালের ২৪ এপ্রিল বাংলাদেশের ২০তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মো. আবদুল হামিদ।
 
গত ৩১ জানুয়ারি গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভায় আবদুল হামিদকে আবারও রাষ্ট্রপতি হিসেবে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত হয়।  শুক্রবার আবদুল হামিদের পক্ষে জাতীয় সংসদের প্রধান হুইপ আ স ম ফিরোজ মনোনয়নপত্র সংগ্রহ করেন এবং রবিবার রাষ্ট্রপতি ওই মনোনয়নপত্রে সই করেন।
এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে