বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০১৫, ০৩:৫০:৪৭

মাল্টা-ফ্রান্সে যাচ্ছেন না শেখ হাসিনা

মাল্টা-ফ্রান্সে যাচ্ছেন না শেখ হাসিনা

নিউজ ডেস্ক : চলতি মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাল্টা ও ফ্রান্সে যাওয়ার কথা থাকলেও সফর বাতিল করা হয়েছে। ২৭ নভেম্বর মাল্টায় কমনওয়েলথ সরকার প্রধানদের বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেয়ার কথা ছিল প্রধানমন্ত্রীর। ৩০ নভেম্বর প্যারিসে শুরু হতে যাওয়া বিশ্ব জলবায়ু সম্মেলনেও (কপ-২১) যোগ দেয়ার কথা ছিল প্রধানমন্ত্রীর। ওই সম্মেলনে বিশ্বের গুরুত্বপূর্ণ রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধানদের উপস্থিত থাকার কথা রয়েছে। এর আগে গত ১৬ ও ১৭ নভেম্বর ফ্রান্সের রাজধানী প্যারিসে ইউনেস্কোর গঠনতন্ত্র গ্রহণের সাত দশক পূর্তি উপলক্ষে আয়োজিত ‘লিডার্স ফোরাম’ সম্মেলনে অংশগ্রহণ বাতিল করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর পক্ষে ওই সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ যোগ দেন। গত শুক্রবার প্যারিসে জঙ্গি হামলার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওই সম্মেলনে যোগদান নিয়ে শঙ্কা তৈরি হয়। শেষ পর্যন্ত সফর বাতিল করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী কমনওয়েলথ সরকার প্রধানদের বৈঠকে যোগ দিতে দক্ষিণ ইউরোপের দ্বীপ রাষ্ট্র মাল্টার উদ্দেশ্যে ২৫ নভেম্বর ঢাকা ছাড়ার কথা ছিল। ২৭ নভেম্বর বৈঠকে যোগদানের পর প্যারিসে জলবায়ু সম্মেলনে যোগদানেরও কথা ছিল। গতকাল বুধবার একটি দায়িত্বশীল সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাল্টা ও ফ্রান্স সফর বাতিল করেছেন। আজ বৃহস্পতিবার এ ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। প্রধানমন্ত্রীর ফ্রান্স ও মাল্টা সফরের প্রস্তুতির জন্য পাঠানো অগ্রবর্তী দলকে ফিরিয়ে আনা হয়েছে দেশে। ১৯ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে