বৃহস্পতিবার, ০৮ ফেব্রুয়ারী, ২০১৮, ১০:৫০:৪৪

সরকারের উচিত নিজ দলের চোর-ডাকাতদের বিচার করা : ইমরান

সরকারের উচিত নিজ দলের চোর-ডাকাতদের বিচার করা : ইমরান

নিউজ ডেস্ক : জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ে বেগম খালেদা জিয়ার পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড হয়েছে। তারেক রহমানসহ অন্য আসামিদের ১০ বছর করে কারাদণ্ড ঘোষণা করা হয়েছে। এই রায়ের পর দেশের বিভিন্ন শ্রেণীপেশার মানুষ বিভিন্ন প্রকার প্রতিক্রিয়া জ্ঞাপন করেছেন।

এই রায় নিয়ে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার প্রতিক্রিয়া জ্ঞাপন করেছেন।

নিজের ভেরিফাইড পেজে এক স্ট্যাটাসে ইমরান বলেন, ‘সরকারের এখন উচিত নিজেদের দলের চোর-ডাকাতদের বিচার করা। যারা হাজার হাজার কোটি টাকা নানাভাবে লুটপাট করেছে। যারা বিগত ৯ বছরে দেশের সম্পদ লুট করে বিদেশে পাচার করেছে।’

অপর এক পোস্টে লণ্ডনে বাংলাদেশ দূতাবাসের সামনে বিএনপি নেতাকর্মীদের হামলার নিন্দা জানিয়ে তিনি বলেন, ‘লণ্ডনে বাংলাদেশ দূতাবাসের সামনে বিএনপি নেতাকর্মীদের বঙ্গবন্ধুকে অপমান (প্রতিকৃতিতে জুতাপেটা) এবং হাইকমিশনে নগ্ন হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। আওয়ামীলীগ বা সরকারের বিরোধীতা আর বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের অপমান এক বিষয় নয়। বিএনপি যতো দ্রুত এটা বুঝবে ততোই তাদের জন্য মঙ্গল।’

এমটিনিউজ/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে