শুক্রবার, ০৯ ফেব্রুয়ারী, ২০১৮, ০১:৫২:০৫

জেলায় জেলায় আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ

জেলায় জেলায় আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ

নিউজ ডেস্ক : জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সাজা হওয়ায় জেলায় জেলায় আওয়ামী লীগ আনন্দ মিছিল করেছে। বিতরণ করা হয়েছে মিষ্টি। এছাড়া নাশকতা ঠেকাতে জেলা-উপজেলার গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নেন আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।

এমটিনিউজের প্রতিনিধিদের পাঠানো খবর—

রাজশাহী :  নগরীর কামারুজ্জামান চত্বর থেকে আনন্দ মিছিল বের করে আওয়ামী লীগ। নেতৃত্ব দেন নগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন। এর আগে নগরীর মোড়ে মোড়ে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অবস্থান নেন।

মৌলভীবাজার : রায় ঘোষণার পর তাত্ক্ষণিক আনন্দ মিছিল করেছে জেলা আওয়ামী লীগ। মিছিল শেষে শহরের হামিদিয়া পয়েন্টে সমাবেশে নেছার আহমদের সভাপতিত্বে বক্তৃতা করেন মিছবাউর রহমান, ফজলুর রহমান, নাহিদ আহমদ, আসাদুজ্জামান রনি।

ব্রাহ্মণবাড়িয়া : জেলার বাঞ্ছারামপুর উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আনন্দ মিছিল হয়েছে। উপস্থিত ছিলেন কবির হোসেন, পৌরমেয়র খলিলুর রহমান প্রমুখ।

ফেনী : আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মিরা ট্রাংক রোডের দোয়েল চত্বরে একে অপরকে মিষ্টি মুখ করান। এর আগে শহরে আনন্দ মিছিল বের হয়। মিছিলে আইনুল কবির শামীম, আবদুল করিম, আবদুল করিম, শুসেন চন্দ্র শীল প্রমুখ উপস্থিত ছিলেন।

টাঙ্গাইল : জেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন সকাল থেকেই বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে শহরের নিয়ন্ত্রণ নেয়। শহীদ মিনার থেকে বের করা হয় বিক্ষোভ মিছিল। পরে সমাবেশে বক্তৃতা করেন অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম, খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি প্রমুখ।

বাগেরহাট : জেলা যুবলীগ আনন্দ মিছিল করে। পরে সমাবেশে সরদার নাসির উদ্দিন, শাহনেওয়াজ মোল্লা দোলন প্রমুখ বক্তৃতা করেন। নোয়াখালী : জেলা শহর সোনাপুর ও মাইজদীতে বিক্ষোভ করেছে আওয়ামী লীগ। নেতৃত্ব দেন একেএম সামছুদ্দীন জেহান, সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট শিহাব উদ্দীন শাহীন প্রমুখ।

সিরাজগঞ্জ : নাশকতা এড়াতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস জানান, বিএনপির নাশকতা ঠেকাতে জেলা শহরের গুরুত্বপূর্ণ মোড় ও উপজেলার গুরুত্বপূর্ণ স্থানে নেতাকর্মীরা অবস্থান নেন।  

নাটোর : গুরুদাসপুরে গণজমায়েত হয়। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র শাহনেওয়াজ আলী ওই কর্মসূচিতে নেতৃত্ব দেন।

কুমিল্লা : কুমিল্লার দাউদকান্দি টোল প্লাজায় উপজেলা চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলীর (অব.) নেতৃত্বে এবং মেঘনায় উপজেলা চেয়ারম্যান আব্দুস সালামের নেতৃত্বে নাশকতাবিরোধী বিক্ষোভ মিছিল বের হয়। টোল প্লাজায় বক্তৃতা করেন সারোয়ার বাবু,  রকিব উদ্দিন, তারিকুল ইসলাম নয়ন, মুরাদ, সাদ্দাম, বাবু, জাহেদুল ইসলাম সুজাত। মেঘনায় বক্তৃতা করেন আলমগীর রহমান, মজিবুর রহমান, শাহ আলম সরকার, আবুল কাশেম, আব্দুল্লাহ আল বাকি, দেলোয়ার হোসেন মাস্টার প্রমুখ।

যশোর : যশোরের কেশবপুর ও শার্শা উপজেলায় আনন্দ মিছিল করেছে আওয়ামী লীগ। বৃহস্পতিবার দুপুরে কেশবপুরে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ আনন্দ মিছিল করে। আওয়ামী লীগ নেতা পৌর মেয়র রফিকুল ইসলাম মোড়ল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবাদত সিদ্দিকী বিপুল, গৌতম কুমার রায়, দপ্তর সম্পাদক মফিজুর রহমান, যুবলীগের আহবায়ক শহীদুজ্জামান শহীদ, যুগ্ম আহবায়ক আবু সাঈদ লাভলু, ছাত্রলীগ নেতা আজিজুর রহমানের নেতৃত্বে শহরের প্রধান প্রধান সড়কে আনন্দ মিছিল বের করা হয়।

এদিকে বৃহস্পতিবার বিকেলে শার্শার বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান ইলিয়াছ কবির বকুলের নেতৃত্বে আনন্দ মিছিলটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ইয়াকুব হোসেন বিশ্বাসের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. সাখাওয়াত হোসেন, আওয়ামী লীগ নেতা আব্দুল খালেক খতিব ধাবক, রাজ আলী, আসাদুল ইসলাম মেম্বর, আলী আহম্মেদ মেম্বর, আলমগীর কবির মেম্বর প্রমূখ।

এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে