শুক্রবার, ০৯ ফেব্রুয়ারী, ২০১৮, ০১:৫৬:৩১

এই রায় ব্যক্তির নয়, দুর্নীতির বিরুদ্ধে : দুদক চেয়ারম্যান

এই রায় ব্যক্তির নয়, দুর্নীতির বিরুদ্ধে : দুদক চেয়ারম্যান

নিউজ ডেস্ক : জিয়া অরফানেজ ট্রাস্টের অর্থ আত্মসাৎ মামলার রায় সম্পর্কে দুর্নীতি দমন কমিশন (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, ‘দুদকের মামলা ব্যক্তির বিরুদ্ধে নয় বরং দুর্নীতির বিরুদ্ধে। আমার কাছে দুদকের সব মামলা সমান গুরুত্বপূর্ণ।’

দুদকের দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্টের অর্থ আত্মসাৎ মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। গতকাল এ রায় সম্পর্কে প্রধান কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন দুদক চেয়ারম্যান।

দুদক জানায়, এতিমদের জন্য বিদেশ থেকে আসা ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাতের অভিযোগে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় মামলাটি করেন দুদক কর্মকর্তা হারুন অর রশিদ। ২০০৯ সালের ৫ আগস্ট ওই কর্মকর্তাই খালেদা জিয়াসহ ছয়জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন।

ওই বছরের ১২ আগস্ট মামলাটি বিচারিক আদালতে যায়। চার্জশিট দাখিল হওয়ার পর ওই বছর ৭ সেপ্টেম্বর ঢাকার সদরঘাটে মহানগর দায়রা জজ আদালতে খালেদা জিয়া মামলাটিতে প্রথম হাজিরা দেন। ২০১০ সালের ১ জানুয়ারি ঢাকার ৩ নম্বর বিশেষ জজ আদালতে মামলাটি বিচার শুরুর জন্য পাঠানো হয়।

এরপর ২০১৪ সালের ১৯ মার্চ খালেদা জিয়াসহ সব আসামির বিরুদ্ধে ওই আদালতের তৎকালীন বিচারক বাসুদেব রায় চার্জ গঠন করেন। একই সঙ্গে খালেদা জিয়ার অব্যাহতির আবেদন নাকচ করেন।

এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে