বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০১৫, ০৭:১৬:১১

‘বিশ্ব ইজতেমার জন্য বিশেষ ভিসা’

‘বিশ্ব ইজতেমার জন্য বিশেষ ভিসা’

ঢাকা : বিশ্ব ইজতেমায় অংশগ্রহণে ইচ্ছুক বিদেশি নাগরিকদের বিশেষ ভিসা নিয়ে আসতে হবে। ইজতেমায় অংশগ্রহণ শেষে আবার বিদেশিরা নিজ নিজ দেশে ফিরে যাবেন। কেউ যদি এর বেশি সময় বাংলাদেশে থাকতে চান তাদের ভিসার মেয়াদ বাড়িয়ে নিতে হবে। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ব্রিফিংয়ে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। মন্ত্রী জানান, আগামী ৮ থেকে ১০ জানুয়ারি এবং ১৫ থেকে ১৭ জানুয়ারি দু’পর্বে গাজীপুরের টঙ্গীর তুরাগ নদীর তীরে ইজতেমা অনুষ্ঠিত হবে। ইজতেমায় অংশগ্রহণের জন্য বিশেষ ভিসা প্রদানের জন্য বিভিন্ন দেশে স্থাপিত বাংলাদেশের দূতাবাসগুলোকে নির্দেশনা দেয়া হয়েছে বলে জানান তিনি। বৈঠকে মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হকসহ বিভিন্ন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা এবং র‍্যাব, বিজিবিসহ আইনশৃঙ্খলার বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সার্বিক নিরাপত্তাব্যবস্থার কথা বিবেচনা করে বিশ্ব ইজতেমায় বিদেশি নাগরিকদের ভিসা প্রদানের ক্ষেত্রে নতুন নীতিমালা করার সিদ্ধান্ত হয়েছে। এ নীতিমালা অনুয়ায়ী বাংলাদেশ দূতাবাসগুলো বিশেষ ভিসা প্রদান করবে। প্রসঙ্গত, গত বছর ১১ হাজার বিদেশি নাগরিক বিশ্ব ইজতেমায় অংশ নিয়েছিলেন। এ বছরও বিপুলসংখ্যক মুসল্লি ইজতেমায় অংশ নেবেন আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী। নিরাপত্তাব্যবস্থা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সুষ্ঠু ও সুন্দরভাবে ইজতেমা সম্পন্ন করতে আইনশৃঙ্খলাবাহিনী, বিদ্যুৎ বিভাগ, ওয়াসা, গাজীপুর সিটি করপোরেশনসহ সংশ্লিষ্ট সবাইকে বিশেষ নির্দেশনা দেয়া হয়েছে। ওয়াচ টাওয়ারসহ প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা থাকবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে