শুক্রবার, ০৯ ফেব্রুয়ারী, ২০১৮, ০৬:০৪:৪৩

ডা. শাহাদাতসহ ১৫ বিএনপি নেতাকর্মী কারাগারে

ডা. শাহাদাতসহ ১৫ বিএনপি নেতাকর্মী কারাগারে

ঢাকা: চট্টগ্রামে মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাতসহ ১৫ নেতার্মীকে কারাগারে পাঠিয়েছে চট্টগ্রাম মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত। আজ শুক্রবার সকালে পুলিশ তাদের দুটি পৃথক মামলায় আদালতে হাজির করেন।

এ সময় তাদের পক্ষে জামিনের আবেদন করেন বিএনপি পন্থি আইনজীবিরা। কিন্তু সিএমএম প্রথম আদালতের বিচারক এস এম মাসুদ পারভেজ দুই মামলায় জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

এরমধ্যে আদালত ডা. শাহাদাত হোসেনকে জেল কোড অনুযায়ী ডিভিশন দেয়ার জন্য কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেন। দুপুর ২টায় পুলিশ তাদের প্রিজন ভ্যানে করে কারাগারে নিয়ে যান। আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আহমেদ কামরুল ইসলাম সাজ্জাদ এর সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় বেগম খালেদা জিয়ার রায়কে ঘিরে গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগরীর নুর আহমদ সড়কের দলীয় কার্যালয় নাসিমন ভবনে অবস্থান নেন বিএনপি নেতাকর্মীরা। কিন্তু সকাল ৯টা থেকে শত শত পুলিশ দলীয় কার্যালয় ঘেরাও করে রাখে।

এ সময় অনেক চেষ্টা করেও দলের নেতাকর্মীরা কার্যালয় থেকে বের হতে পারেননি। নেতাকর্মীরা যতবারই কার্যালয় থেকে বের হওয়ার চেষ্টা করেন ততবারই পুলিশ লাঠিচার্জ করে ধাওয়া দিয়ে কার্যালয়ের ভেতরে ঢুকিয়ে দেন। একপর্যায়ে দুপুরের দিকে মহিলা দলের নেতাকর্মীরা কার্যালয় থেকে বের হলে পুলিশ তাদের লাঠিচার্জ ও মারধর করে। এ সময় নগর বিএনপিন সভাপতি ডা. শাহাদাত হোসেন তাদের রক্ষায় এগিয়ে গেলে পুলিশ তাকে আটক করে।

নেতাকর্মীদের সঙ্গে এ সময় নাসিমন ভবনের সামনে পুলিশের হাতাহাতি ও ধাক্কাধাক্কি হয়। পুলিশ টিয়ার শেল ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে। এতে মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি আবু সুফিয়ানসহ কয়েকজন গুরুতর আহত হন। আবু সুফিয়ান বর্তমানে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পরে পুলিশ নাসিমন ভবন এলাকায় সাড়াশি অভিযান চালিয়ে মহিলা দলের নেত্রী আঁখি সুলতানা ও আরও তিন নেত্রী এবং চট্টগ্রাম মহানগর বিএনপির সহ-তথ্য ও গবেষণা স¤পাদক এবং তারেক রহমান রাজনৈতিক দর্শন চর্চা ও গবেষণা কেন্দ্রের মহাসচিব, নাগরিক অধিকার ও পরিবেশ সুরক্ষা আন্দোলন (নাপসা)'র প্রধান নির্বাহী, চট্টগ্রাম রিপোর্টার্স ইউনিটি(সিআরইউ)'র সাধারণ স¤পাদক আলমগীর নূরসহ প্রায় ২০ নেতাকর্মীকে আটক করে নিয়ে যায়।

পরে বৃহস্পতিবার রাতেই পুলিশ ৪ মহিলা নেত্রীসহ ৫ জনকে ছেড়ে দেয়। আর ডা. শাহাদাত হোসেনসহ বাকী ১৫ জনের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করে আজ বৃহস্পতিবার চট্টগ্রাম মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এ মামলায় আদালত তাদের কারাগারে প্রেরণ করেন।

চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (এসি প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ বলেন, পুলিশের উপর হামলা ও নাশকতার দুটি মামলায় ডা. শাহাদাত হোসেনসহ ১৫ আসামিকে আদালতে হাজির করা হয়। আসামিপক্ষের আইনজীবি তাদের জামিন আবেদন করলেও আদালত আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এরমধ্যে নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেনকে জেল কোড অনুযায়ী ডিভিশন দেয়ার আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন।
এমটি নিউজ/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে