বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০১৫, ০৮:১৮:০৭

এখন সময়ের ব্যাপার মাত্র : কামরুল

এখন সময়ের ব্যাপার মাত্র : কামরুল

ঢাকা : খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, দেশকে অস্থিতিশীল করতে স্বাধীনতা বিরোধীরাই হামলা করছে। যারা দেশের স্বাধীনতা চায়নি, যারা আগুন সন্ত্রাস করেছে। তারাই নতুন কৌশলে বিদেশিদের ওপর হামলা করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে জামায়াতের ডাকা হরতালের প্রতিবাদে এক সমাবেশে তিনি এসব কথা বলেন। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা। সমাবেশে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু, তালুকদার মো. ইউনুস এমপি, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কন্ঠশিল্পী মনোরঞ্জন ঘোষাল প্রমুখ বক্তব্য রাখেন। খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, যুদ্ধাপরাধী আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসি কার্যকর এখন সময়ের ব্যাপার মাত্র। ফাঁসি কার্যকরের মাধ্যমে ৪৬ বছরের ক্ষত সারবে। আইনি প্রক্রিয়ার সব কার্যক্রম শেষ। যুদ্ধাপরাধী আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন বুধবার খারিজ করে দেয় সুপ্রিমকোর্টের আপিল বিভাগ। এর ফলে একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে মানবতাবিরোধী অপরাধে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মুজাহিদ ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাকা চৌধুরীর দণ্ড কার্যকরে আর আইনি বাধা নেই। নিয়ম অনুযায়ী, তারা এখন কেবল রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইতে পারবেন। এ বিষয়টি নিষ্পত্তি হলে সরকার দণ্ড কার্যকর করবে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেন, ৭১-এর সব ঘাতকের সাজা একে একে নিশ্চিত করা হবে। নির্বিচারে মানুষ হত্যাকারীদের বাঁচাতে জামায়াত হরতাল ডেকেছে। তারা এতো দুঃসাহস কোথায় পায়- তা খতিয়ে দেখা দরকার। ১৯ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে