বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০১৫, ১০:১২:১০

ভবিষ্যতেও তারা পাশে থাকবেন : ইনু

ভবিষ্যতেও তারা পাশে থাকবেন : ইনু

ঢাকা : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, জঙ্গিদের ডাকা আজকের হরতাল প্রত্যাখ্যান করেছে জনগণ। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে শিল্পকলা একাডেমিতে ‘ঢাকা রিপোর্টার্স ইউনিটি বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ডস-২০১৫’ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, জঙ্গিদের বাংলাদেশের রাজনীতিতে কোনো জায়গা দেয়া হবে না। গণমাধ্যমকর্মীরা জঙ্গি নির্মূলে সবসময় সরকারের পাশে আছেন, ভবিষ্যতেও থাকবেন। সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশের গণতন্ত্রের অগ্রযাত্রাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। ভবিষ্যতেও এ ধারাবাহিকতা অব্যাহত রাখবেন। বেস্ট অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ২৬টি ক্যাটাগরিতে ২৮ জনকে পুরস্কার দেয়া হয়। এর মধ্যে প্রিন্ট প্রিন্ট মিডিয়ায় ১৩টি, টেলিভিশনে ৯টি, অনলাইন সাংবাদিকতায় তিনটি ও রেডিওতে একটি পুরস্কার দেয়া হয়। ডিআরইউ সভাপতি সাখাওয়াত হোসেন বাদশার সভাপতিত্বে উপস্থিত ছিলেন ডিআরইউ বেস্ট রিপোর্টিং জুরি বোর্ডের চেয়ারম্যান শাহজাহান সরদার, ডিআরইউ সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন প্রমুখ। ১৯ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে