বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০১৫, ১১:২০:৫৮

সৌদি যেতে বাংলাদেশি শ্রমিকদের জন্য সুখবর

সৌদি যেতে বাংলাদেশি শ্রমিকদের জন্য সুখবর

নিউজ ডেস্ক : সৌদি আরব যেতে বাংলাদেশি শ্রমিকদের জন্য সুখবর দিলেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সিনিয়র সচিব মোহাম্মাদ মেজবাহ উদ্দিন। বাংলাদশ থেকে প্রতিবছর ৪ থেকে ৫ লাখ দক্ষ শ্রমিক নেবে বলে আগ্রহ প্রকাশ করেছে সৌদি আরব। বৃহস্পতিবার রাজধানীর শেরেবাংলা নগরীর পরিকল্পনা কমিশনের (এনইসি) সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান। বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে যৌথ অর্থনৈতিক কমিশনের (জেইসি) দুদিনব্যাপী বৈঠকের অগ্রগতি জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। মেজবাহ উদ্দিন বলেন, সৌদি আরবে শ্রমিক পাঠানোর ব্যাপারে আলোচনা হয়েছে। শ্রমিকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছে সরকার। সৌদি সরকার শ্রমিক নেয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে। বাংলাদেশি চিকিৎসক ও গ্রাজুয়েট নার্স নিতেও বেশ আগ্রহী তারা। তিনি বলেন, শ্রমিক পাঠানোর ব্যাপারে ব্র্যান্ডিংয়েলের ওপর জোর দিতে হবে। ব্যান্ডিংয়ের ওপরই শ্রমিক পাঠানোর ভবিষ্যৎ নির্ভর করছে। ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, বিমান চলাচল, ধর্ম, শিক্ষা,অদক্ষ শ্রমিক নিযোগ, স্বাস্থ্য, কৃষি, সংস্কৃতি, ক্রীড়া ও ব্যাংকিংসহ বিভিন্ন খাতে দুদেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধি; বাংলাদেশ থেকে তৈরি পোশাকসহ অন্যান্য পণ্য রপ্তানি ও সৌদি আরব থেকে সার আমদানিসহ নানা বিষয়ে আলোচনা হয়েছে। ওমরা হজের বিষয়ে সচিব বলেন, দীর্ঘদিন ধরে ওমরা হজ পালনে বাংলাদেশিদের ভিসা দেয়া বন্ধ রেখেছে সৌদি সরকার। বিষয়টি সৌদি প্রতিনিধির কাছে তুলে ধরেছি। এখনো এ বিষয়ে তারা কিছু জানায়নি। আশা করি, শিগগিরই পদক্ষেপ নেবে সৌদি সরকার। তিনি বলেন, ১০৪টি হজ এজেন্সির বিষয়ে আমাদের কাছে অভিযোগ করেছিল সৌদি সরকার। এর মধ্যে ৬৯টি এজেন্সির লাইসেন্স বাতিল করা হয়েছে। ৯টি এজেন্সির বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। এ পদক্ষেপে সৌদি সরকার সন্তুষ্ট হয়েছে। এসময় সৌদি আরবের সঙ্গে একটি অর্থনৈতিক সমঝোতা চুক্তি সই হয়। বাংলাদেশের পক্ষে ইআরডির সিনিয়র সচিব মোহাম্মাদ মেজবাহ উদ্দিন এবং সৌদি আরবের পক্ষে দেশটির শ্রম উপমন্ত্রী ড. আহমেদ বিন ফাহাদ চুক্তিতে সই করেন। ১৯ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে