শুক্রবার, ২০ নভেম্বর, ২০১৫, ০১:১০:৫৩

বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে সহযোগিতা দেবে ইউএনএফপিএ

বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে সহযোগিতা দেবে ইউএনএফপিএ

নিউজ ডেস্ক: জনসংখ্যা নিয়ন্ত্রণ ও জেন্ডার সমতায় বাংলাদেশের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে অব্যাহত সহযোগিতার আশ্বাস দিয়েছে ইউনাইটেড নেশন পপুলেশন ফান্ড (ইউএনএফপিএ)। ইউএনএফপিএর এশিয়া-প্যাসিফিক অঞ্চলের পরিচালক ইয়োরিকো ইয়াসুকাওয়া জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাত করে এ আশ্বাস দেন। সাক্ষাতকালে স্পিকার বাংলাদেশের মা ও শিশুদের উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার জন্য ইউএনএফপিএ-এর প্রতিনিধিকে ধন্যবাদ জানান। তিনি সামাজিক ও স্বাস্থ্য সচেতনতা সৃষ্টির মাধ্যমে দেশে মাতৃ ও শিশু মৃত্যুহার হ্রাস এবং বাল্যবিবাহ রোধে ইউএনএফপিএর ভূমিকার প্রশংসা করে বলেন, মাতৃ ও শিশু স্বাস্থ্যসহ বিভিন্ন ক্ষেত্রে ইউএনএফপিএর অব্যাহত সহযোগিতা জাতীয় উন্নয়নে ইতিবাচক অবদান রাখছে। তিনি ভবিষ্যতে সহযোগিতা আরো বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন। জবাবে ইয়োরিকো ইয়াসুকাওয়া বলেন, বাংলাদেশে মাতৃমৃত্যুর হার হ্রাস, শিশু স্বাস্থ্য রক্ষা এবং বাল্যবিবাহ প্রতিরোধসহ বিভিন্ন ক্ষেত্রে যথেষ্ট অগ্রগতি সাধিত হয়েছে এবং উন্নয়ন ও অগ্রগতির পথে এগিয়ে যাচ্ছে। তিনি বলেন, এমপিরা জনগণের নির্বাচিত প্রতিনিধি। তাদের মাধ্যমে তৃণমূল পর্যায়ে আরও সচেতনতা বৃদ্ধির সুযোগ রয়েছে। তিনি মাতৃ ও শিশু স্বাস্থ্য সুরক্ষা, মাতৃমৃত্যু হার হ্রাস এবং বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ে জাতীয় সংসদের সঙ্গে যৌথ কার্যক্রম আরও জোরদার করারও আগ্রহ প্রকাশ করেন। ২০ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/পিবি/পিপি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে