শুক্রবার, ২০ নভেম্বর, ২০১৫, ০১:২৭:৪০

যে কারণে আটকে গেল ওরা ৪ জন

যে কারণে আটকে গেল ওরা ৪ জন

নিউজ ডেস্ক: বিলুপ্ত ছিটমহলের ৬৩ জন ভারতে চলে গেলেও কাগজপত্রের সমস্যার কারণে চারজন যেতে পারেননি। তারা হলেন-গোপাল চন্দ্র বর্মণ, কৃষ্ণ চন্দ্র বর্মণ ও তার স্ত্রী সুচরিতা রাণী বর্মণ এবং মহুবার রহমান। অনুসন্ধানে জানা গেছে, বিলুপ্ত ছিটমহলের মধ্যে হাতীবান্ধা উপজেলার অভ্যন্তরের বিলুপ্ত ১৩৫ ও ১৩৬ নম্বর গোতামারী ছিটমহল থেকে ১৭ পরিবারের ৬৪ জন নারী-পুরুষ ভারতীয় নাগরিকত্ব চেয়ে আবেদন করেন। তাদের মধ্যে গায়িত্রী বর্মণ ও তার মেয়ে পূজা বর্মণও রয়েছেন। কিন্তু গায়িত্রীর স্বামী গোপাল চন্দ্র বর্মণ বিলুপ্ত গোতামারী ১৩৫ নম্বর ছিটমহলের পার্শ্ববর্তী বাংলাদেশি ভূ-খণ্ডের বাসিন্দা হওয়ায় যৌথ হালনাগাদ তালিকায় তার নাম উঠেনি। ফলে প্রথম দফায় তিনি স্ত্রী-কন্যাকে ভারতে পাঠিয়ে দেন। ৩০ নভেম্বরের মধ্যে গোপাল চন্দ্র বর্মণ যাওয়ার জন্য নতুন করে প্রস্তুতি নিচ্ছেন। ভিন্ন সমস্যায় পড়েছেন কৃষ্ণ চন্দ্র বর্মণ। গত জুলাই মাসে যৌথ হালনাগাদ জনগণনার পর সেপ্টেম্বর মাসে পাশের দইখাওয়া এলাকার সুরেন্দ্র নাথ বর্মণের মেয়ে সুচরিতা রাণী বর্মণকে বিয়ে করেন তিনি। তার ভারতে যাওয়ার অনুমতি থাকলেও স্ত্রী সুচরিতার বিষয়ে কোনো সিদ্ধান্তই হয়নি। ফলে তিনি স্ত্রীকে রেখে ভারতে যাননি। তবে নতুন করে অনুমতি নিয়ে স্ত্রীকে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। এছাড়া মহুবার রহমান নামে একজন যাননি। এ প্রসঙ্গে হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল আলম বলেন, 'এসব সমস্যা সমাধানে প্রশাসনের তরফ থেকে ভারতের সাথে যোগাযোগ করা হচ্ছে। এছাড়া মহুবার রহমান নামের এক ব্যক্তি যাওয়ার কথা থাকলেও তিনি যাননি।' তিনি আরো বলেন, 'বিষয়টি জেলা প্রশাসক হাবিবুর রহমানকে জানিয়েছি।' এ বিষয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার সন্দ্বীপ মিত্র বলেন, 'যাদের সমস্যা রয়েছে তাদের সংশ্লিষ্ট জেলা প্রশাসকের মাধ্যমে যোগাযোগ করতে বলা হয়েছে। ৩০ নভেম্বরের মধ্যেই তাদের সমস্যা সমাধান করে দেওয়া হবে।' এর আগে ৬৮ বছর পর বিলুপ্ত ছিটমহলের ১৭টি পরিবারের ৬৩ জন মানুষ ভারত চলে যান। পাটগ্রাম-বুড়িমারি সীমান্তে আনন্দ-বেদনার এ ক্ষণে বাংলাদেশের প্রশাসনের পক্ষ থেকে ছিল নানা আয়োজন। ওপারেও দেওয়া হয় উষ্ণ অভ্যর্থনা। ২০ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/পিবি/পিপি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে