শুক্রবার, ২০ নভেম্বর, ২০১৫, ০১:৪০:৩৯

ফাঁসির মঞ্চ থেকে এক ধাপ দূরে

ফাঁসির মঞ্চ থেকে এক ধাপ দূরে

নিউজ ডেস্ক: দীর্ঘ প্রায় পাঁচ বছরের বৈচারিক প্রক্রিয়ার শেষ ধাপে অবস্থান করছেন শীর্ষ দুই মানবতাবিরোধী অপরাধী। বৃহস্পতিবার আপিল বিভাগ থেকে রিভিউ পিটিশনের রায় প্রকাশের পর একটি মাত্র সুযোগ আছে তাদের সামনে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা মাহবুবে আলম সাংবাদিকদের বলেছেন, পূর্ণাঙ্গ রায়ে বিচারপতিদের স্বাক্ষর হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যে তা জেলখানায় যাবে। রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়ার বিষয়ে মাহবুবে আলম বলেন, আমি যতদূর জানি অপরাধী ব্যক্তি নিজ থেকেই ক্ষমার আবেদন করেন। তারা সেই আবেদন করবেন কি-না সেটা জেল কর্তৃপক্ষ বলতে পারবে। জেলকোড অনুযায়ী ফাঁসির আসামি প্রাণভিক্ষা চাওয়ার জন্য সাত দিন সময় পান। তবে আন্তর্জাতিক অপরাধ আইনে জেলকোড প্রযোজ্য না হওয়ায় সরকার উপযুক্ত সময়ে রায় কার্যকর করতে পারবে বলে জানান আইনমন্ত্রী আনিসুল হক। ফাঁসি কার্যকর হওয়ার আগে শুধুমাত্র রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাওয়ার সুযোগটুকু অবশিষ্ট আছে সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের। ১৯৭১ সালের স্বাধীনতাযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ফাঁসির মঞ্চ থেকে এক ধাপ দূরে রয়েছেন। আন্তর্জাতিক অপরাধ আদালতে ফাঁসির দণ্ডপ্রাপ্ত এই দুই শীর্ষ অপরাধী তাদের প্রাপ্ত সাজার রায় পুনর্বিবেচনার আবেদন করেছিলেন সুপ্রীম কোর্টের আপিল বিভাগে। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার সদস্যের বেঞ্চ বুধবার সকালে তাদের সেই আবেদন খারিজ করে দেন। এর এক দিনের মধ্যে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন সুপ্রীম কোর্ট। বেঞ্চের অপর সদস্যরা হলেন- বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। ২০ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/পিবি/পিপি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে