শুক্রবার, ২০ নভেম্বর, ২০১৫, ০১:৫৬:৫৯

শেষ রক্ষা হলো না বাহাদুরের

শেষ রক্ষা হলো না বাহাদুরের

নিউজ ডেস্ক: টানা সাত দিন চিকিৎসার পর অবশেষে মৃত্যুর কোলে ঢলে পড়ল লাল বাহাদুর (৩৬)। দি নিউ কমলা সার্কাসের হাতি লালবাহাদুর। রাজবাড়ী সদর উপজেলা প্রাণী সম্পদ হাসপাতালে হাতিটির মৃত্যু হয়। রাজবাড়ী জেলা প্রাণী সম্পাদ কর্মকর্তা ডা. গনেশ চন্দ্র মন্ডল জানান, ১৩ নভেম্বর জেলার পাংশা থেকে লালবাহাদুর নামে সার্কসের ওই হাতিকে চিকিৎসার জন্য হাসপাতালে আনা হয়। সাত দিন ধরে সদর প্রাণী সম্পাদ কর্মকর্তা ডা. নুরুল্লা মো. আহসান হাতিটির চিকিৎসা করেন। ঢাকা চিড়িয়াখানার ভ্যাটেনারি সার্জন ডা. নাজমূল হাসান এবং গাজীপুর সাফারি পার্কের ডা. মো. শহীদুল্লার পরামর্শে হাতিটির চিকিৎসা করা হয়। সরকারিভাবে অনেক ঔষধ দিয়েও হতিটিকে শেষ পর্যন্ত বাঁচানো গেল না। সদর প্রাণী সম্পাদ কর্মকর্তা ডা. নুরুল্লা মো. আহসান জানান, হাতিটির প্রচণ্ড পানিশূন্যতা ছিল। তার কৃমি, জিহবা ও দাতের গোড়ায় ঘা ছিল। সম্ভবত লিভার ও কিডনি সংক্রান্ত জটিলতাও ছিল। তবে কি কারণে হাতিটি মারা গেল তা জানতে প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করে কেন্দ্রীয় রোগ অনুসন্ধান ও গবেষণা কার্যালয়ে পাঠানো হবে। হতি লাল বাহাদুরের মাহুত (পালক/রাখাল) মো. রবিউল শেখ জানান, লার বাহাদুর নিউ কমলা সার্কাসের হাতি। চিকিৎসাধীন অবস্থায় সে রাতের খাবার খেয়ে শুয়ে থাকতো। বৃহস্পতিবার সকালে উঠে দাঁড়ালেও কোনো খাবার খায়নি। অনেক চেষ্টা করেও ওকে বাঁচানো গেল না। ২০ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/পিবি/পিপি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে