শুক্রবার, ২০ নভেম্বর, ২০১৫, ০২:১৯:১৪

প্রস্তুত ওরা দু’জন

প্রস্তুত ওরা দু’জন

নিউজ ডেস্ক: ইতিহাসের বোঝা কিছুটা হলেও লাঘবের জন্য ফাঁসির মঞ্চ পুরোটাই প্রস্তুত এবং প্রস্তুত রাখা হয়েছে দুই জল্লাত । দেশের দুই শীর্ষ যুদ্ধাপরাধীর ফাঁসির রায় কার্যকর করতে কেন্দ্রীয় কারাগারে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ফাঁসির মঞ্চে টানানো হয়েছে নতুন শামিয়ানা। আনা হয়েছে ম্যানিলা রশি। সেই সঙ্গে প্রস্তুত রাখা হয়েছে দুই জল্লাদ শাহজাহান আর জনিকেও। এই দুজন এর আগেও ইতিহাসের অংশ হয়েছিলেন দুই যুদ্ধাপরাধীর মৃত্যুদণ্ড কার্যকর করার মধ্য দিয়ে। শাহজাহান ২০১৩ সালের ১২ ডিসেম্বর কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকর করে ইতিহাসের অংশ হয়েছিলেন। সেটি ছিল দেশের ইতিহাসে প্রথম কোনো যুদ্ধাপরাধীর ফাঁসির রায় কার্যকরের ঘটনা। তিনি বঙ্গবন্ধুর খুনিদের ফাঁসির রায়ও কার্যকর করেছিলেন। অন্যদিকে জনি ২০১৪ সালের ১২ এপ্রিল কামারুজ্জামানের রায় কার্যকর করেছিলেন। তাদের সামনে আবারও সুযোগ এসেছে আরও দুজন শীর্ষ যুদ্ধাপরাধীর ফাঁসি কার্যকরের। প্রাণভিক্ষা চাওয়া-না চাওয়ার বিষয়টি সুরাহা হলেই এবার তারা কার্যকর করবেন যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসির রায়। অভিজ্ঞতা ও ক্ষিপ্রতায় এই দুই জল্লাদ অন্যদের চেয়ে আলাদা হওয়ায় কারা কর্তৃপক্ষের প্রথম পছন্দের তালিকায় রয়েছেন তারা। এ কারণেই দেশের শীর্ষ দুই যুদ্ধাপরাধীর রায় কার্যকরে আবারও তাদের ডাক পড়েছে। এরই মধ্যে তারা মহড়া দিয়ে নিজেদের প্রস্তুতি সম্পন্ন করে রেখেছেন। গতকাল বৃহস্পতিবারও তারা ফাঁসির মঞ্চে মহড়া দিয়েছেন। দেশবাসীর মতো তারাও অপেক্ষা করছেন কখন আসবে সেই মাহেন্দ্রক্ষণ। সর্বশেষ দুই যুদ্ধাপরাধীর রিভিউ আবেদন খারিজ হওয়ার পর গতকাল রাতে সর্বশেষ মহড়া দেন তারা। তবে চূড়ান্ত মহড়া দেওয়া হবে ফাঁসির ঠিক আগ মুহূর্তে। কারা কর্তৃপক্ষ জানায়, শাহজাহান ও জনি একাধিক মামলায় গুরুতর অপরাধে যাবজ্জীবনপ্রাপ্ত কয়েদি। তাদের মধ্যে শাহজাহান বয়স ও অভিজ্ঞতায় জনির চেয়ে অনেক এগিয়ে। তবে জনি বয়সে তরুণ হলেও ক্ষিপ্রতার দিক থেকে তিনি অতুলনীয়। জনি কয়েক বছর ধরে কাশিমপুর কারাগারে জল্লাদের প্রশিক্ষণ নিয়েছেন। ফাঁসি কার্যকরে তার ক্ষিপ্রতার প্রমাণ এরই মধ্যে তিনি দিয়েছেন। কারা অধিদপ্তরের এক কর্মকর্তা বলেন, সব ধরনের প্রস্তুতির অংশ হিসেবে দুই জল্লাদকে প্রস্তুত রাখা হয়েছে। বেশ কয়েকদিন ধরে তারা ফাঁসি কার্যকরের মহড়াও দিয়েছেন। দুই জল্লাদ এখন প্রস্তুত রয়েছেন। তবে দু'জনের বাইরে সাত্তার নামে আরও এক জল্লাদকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। ২০ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/পিবি/পিপি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে