শুক্রবার, ২০ নভেম্বর, ২০১৫, ০১:১৯:৪৭

আবার নাজমুল হুদা

আবার নাজমুল হুদা

নিউজ ডেস্ক : আবার নতুন দল গঠনে ব্যারিস্টার নাজমুল হুদা। ‘তৃণমূল বিএনপি’ নামে নতুন আরেকটি রাজনৈতিক দলের ঘোষণা দিলেন তিনি। বাংলাদেশ ন্যাশনাল এ্যালায়েন্সের চেয়ারম্যান ব্যারিস্টার নাজমুল হুদা আজ নতুন দলের ঘোষণা দেন। শুক্রবার সকালে রাজধানীর গুলশানে হোটের ওয়েস্টিনে সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন দলের নাম ঘোষণা করেন তিনি। নাজমুল হুদা বলেন, ৫ জানুয়ারি নির্বাচন বর্জন করায় বিএনপি এখন সংসদে নেই। হরতাল-অবরোধের মতো কঠিন কর্মসূচিতেও অনেকটা ব্যর্থ হয়ে দলটি এখন নিষ্ক্রিয় ও নিশ্চিহ্ন প্রায়। তিনি বলেন, বিএনপিকে অস্তিত্বহীন করতে একদলীয় শাসনে বিশ্বাসী শাসক দলের আগ্রাসী ভূমিকা তো রয়েছেই। মামলা, হামলা কোনোটি থেকেই দলের নেতাকর্মীরা রেহাই পাচ্ছে না। দলের নেতৃত্বে অরাজনৈতিক ব্যক্তিদের প্রভাব, সিদ্ধান্তহীনতা, দ্বিধা-দ্বন্দ্ব বিভিন্ন পর্যায়ে কমিটি গঠনে ব্যর্থ দলটির মুখ আজ থুবড়ে পড়েছে। নাজমুল হুদা বলেন, মাঠ পর্যায়ে দলটির এখন ত্রাহী অবস্থা। এখন দল পরিচালিত হচ্ছে উত্তরাধিকার সূত্রে লন্ডন থেকে নির্দেশিত পথে। বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের রাজনীতিতে স্বজন-বিরোধী কঠোর অবস্থান বিএনপিকে শাসকগোষ্ঠীর আত্মীয়দের প্রভাবমুক্ত রেখেছিল। তিনি বলেন, কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, বেগম খালেদা জিয়ার রাজনীতি তার ঠিক বিপরীত। শুধু কেন্দ্রীয় কমিটি গঠনের ক্ষেত্রেই নয়, সরকারের মন্ত্রী গঠন এমনকি সেনাবাহিনী প্রধান নিয়োগেও বেগম খালেদা জিয়ার সিদ্ধান্তে নিকটাত্মীয়দের প্রচণ্ড প্রভাব প্রতিফলিত হতে দেখা গেছে। ২০ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে