শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০১৮, ০১:৩২:২৬

আসছে অবরোধ, ঘেরাও কর্মসূচি?

 আসছে অবরোধ, ঘেরাও কর্মসূচি?

নিউজ ডেস্ক: ২১ ফেব্রুয়ারি মধ্যে বেগম খালেদা জিয়া জামিনে মুক্ত না হলে কঠোর কর্মসূচিতেই যাবে বিএনপি। লন্ডনে পলাতক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া দলের সিনিয়র নেতাদের এরকম নির্দেশনা দিয়েছেন। বিএনপির দ্বিতীয় দফার কর্মসূচিও সাদামাটা। তারেক জিয়া দলের সিনিয়র নেতাদের বলেছেন ‘এই কর্মসূচিতে সরকারের টনক নড়বে না।’ তবে, বিএনপিতে এখনই কঠোর আন্দোলনের ব্যাপারে দ্বিমত আছে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বেগম জিয়ার মুক্তিকেই প্রধান লক্ষ্য হিসেবে বিবেচনা করছেন। পাশাপাশি জনমত গঠনের উপর তিনি গুরুত্ব দিচ্ছেন। এজন্যই গণস্বাক্ষরতা’র মতো নিরীহ কর্মসূচি নেওয়া হয়েছে বলে তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে জানিয়েছেন। তবে, বিএনপির একাধিক সূত্র বলছে, রোববার, সোমবারের মধ্যে যদি জিয়া অরফানেজ মামলার সত্যায়িত অনুলিপি না পাওয়া যায় তাহলে ভিন্ন পথে এগুবে বিএনপি। বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য বলেছেন ‘মঙ্গলবার পর্যন্ত আমরা অপেক্ষা করব। বুধবার শহীদ দিবস। বৃহস্পতিবারের মধ্যে বেগম জিয়া মুক্ত না হলে আমাদের চাপ প্রয়োগের কর্মসূচিই দিতে হবে।’

বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ সূত্রে জানা গেছে, তারেক জিয়া চাইছেন রেলপথ-রাজপথ অবরোধ, সচিবালয় ঘেরাও, কারাগার ঘেরাও এর মতো কর্মসূচি। কিন্তু বিএনপির একাধিক নেতাই মনে করছে, এ ধরনের কর্মসূচি হলে আবার ধরপাকড় শুরু হবে। তখন বিএনপির কিছুই করার ক্ষমতা থাকবে না।-বাংলা ইনসাইডার
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে