শুক্রবার, ২০ নভেম্বর, ২০১৫, ০৩:৩৫:০৫

শিগগিরই ফাঁসি কার্যকর : স্বরাষ্ট্রমন্ত্রী

শিগগিরই ফাঁসি কার্যকর : স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আইনি প্রক্রিয়া অনুসরণ করে শিগগিরই সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মুজাহিদের ফাঁসির রায় কার্যকর করা হবে। শুক্রবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে বটমূলী হোম বালিকা উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে দি খ্রিস্টান কো-অপারেটিভি ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ৫৫তম বার্ষিক সাধারণ সভায় তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তারা এখনো রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাননি। চাইলে বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে। আর না চাইলে যত দ্রুত সম্ভব ফাঁসি কার্যকর করা হবে। তিনি বলেন, রায় কার্যকরে আইনশৃঙ্খলা রক্ষাকারী ও গোয়েন্দা সংস্থাক সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। যদি কোনো অশুভশক্তি আইনশৃঙ্খলা অবনতির চেষ্টা করে তাহলে জনগণই তাদের প্রতিহত করবে। আসাদুজ্জামান খান কামাল বলেন, আইনিভাবেই রায় কার্যকর করা হবে। রায় কার্যকরে আইনের ব্যত্যয় ঘটিয়ে কিছু করা হবে না। তিনি বলেন, যে মানুষটি ত্রিশ বছর ধরে এ দেশে সেবা করে যাচ্ছেন তাকে হত্যার জন্য যারা গুলি চালিয়েছে তারা এ দেশের ঘৃণ্য কীট। বাঙালি জাতি ধর্মভীরু, তবে ধর্মান্ধ নয়। দেশের জনগণ জঙ্গিবাদ-সন্ত্রাসবাদকে কখনো পাত্তা দেয়নি, দেবেও না। তাদের কঠোর হস্তে দমন করা হবে। ২০ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে