শুক্রবার, ২০ নভেম্বর, ২০১৫, ০৪:০৪:৪৬

কি করবেন সাকা-মুজাহিদ?

কি করবেন সাকা-মুজাহিদ?

নিউজ ডেস্ক : যুদ্ধাপরাধীর মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ এখন পর্যন্ত রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করেননি। তবে তারা শেষমেষ কি সিদ্ধান্ত নেন তা তাদের নিযুক্ত আইনজীবী বা পরিবারের তরফে জানানো হয়নি। অবশ্য সিদ্ধান্তের বিষয়টি আজ পরিষ্কার হয়ে যাওয়ার কথা। রাষ্ট্রপতির কাছে তারা প্রাণভিক্ষার আবেদন করবেন কিনা সে বিষয়টির ওপর নির্ভর করছে তাদের ফাঁসি কার্যকর। তাদের জিজ্ঞাসাবাদ করতে আজ দু’জন ম্যাজিস্ট্রেট কারাগারে যাবেন। সিনিয়র জেল সুপার এবং জেলার ম্যাজিস্ট্রেটের সামনে আসামিদের কাছ থেকে জানতে চাইবেন তারা প্রাণভিক্ষার আবেদন করবেন কি না। যদি তারা আবেদন করেন তাহলে তা রাষ্ট্রপতির কাছে পৌঁছে দেয়া হবে। আর যদি না করেন তবে ফাঁসি কার্যকরের প্রস্তুতি শুরু হবে। এদিকে সাকা ও মুজাহিদের ফাঁসি কার্যকরের সব আইনি প্রক্রিয়া এরই মধ্যে শেষ হয়েছে। এখন কেবল রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার বিষয়টি বাকি। এটা না চাইলে বা রাষ্ট্রপতি ক্ষমা না করলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় মৃত্যুদণ্ড কার্যকর করবে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আজ বলেছেন, তারা এখনো রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাননি। চাইলে বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে। আর না চাইলে যত দ্রুত সম্ভব ফাঁসি কার্যকর করা হবে। গতকাল বৃহস্পতিবার রাতে সাকা চৌধুরী ও মুজাহিদকে রায় পড়ে শোনানো হয়েছে। তারা প্রাণভিক্ষার আবেদন করবেন কি না সে ব্যাপারে কারা কর্তৃপক্ষ জানতে চাইলে তাৎক্ষণিক কোনো সিদ্ধান্ত দেননি তারা। তবে সময় নিয়েছেন। প্রসঙ্গত, বুধবার মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের করা রিভিউ আবেদন খারিজ করে দেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ। এর ফলে তাদের মৃত্যুদণ্ডই বহাল রয়েছে। ২০ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে