রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১৮, ০৯:৪৭:০০

রাজেন্দ্রপুর সেনানিবাসে সৈনিক নিয়োগ, নূন্যতম জিপিএ ২.০০

রাজেন্দ্রপুর সেনানিবাসে সৈনিক নিয়োগ, নূন্যতম জিপিএ ২.০০

নিউজ ডেস্ক : মিনিস্ট্রি অব ডিফেন্স কনস্ট্যাবিউলারি সেন্টার অ্যান্ড রেকর্ডস (এমওডিসি), রাজেন্দ্রপুর সেনানিবাস কর্তৃক নির্ধারিত জেলা কোটায় সৈনিক পদে লোক ভর্তি করা হবে।

প্রার্থীর বয়স হতে হবে ১৭ থেকে ২৫ বছর। চাকরিপ্রত্যাশীদের এসএসসি বা সমমানে নূন্যতম জিপিএ ২.০০ পেয়ে উত্তীর্ণ হতে হবে। কেবল মাত্র বাংলাদেশি পুরুষ নাগরিকরা আবেদন করতে পারবেন। প্রার্থীকে অবশ্যই সাতার জানতে হবে।

প্রার্থীর উচ্চতা হতে হবে ৫ ফুট ৬ ইঞ্চি, ওজন ৪৯ দশমিক ৯০ কেজি, বুক স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি ও স্ফীত অবস্থায় ৩২ ইঞ্চি হতে হবে। প্রাথমিক ডাক্তারি পরীক্ষা, লিখিত পরীক্ষা, চূড়ান্ত ডাক্তারি পরীক্ষা ও মৌখিক পরীক্ষা শেষে এমওডিসি সেন্টার কর্তৃক ১২ সপ্তাহের মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করতে হবে।

গাজীপুরের রাজেন্দ্রপুর সেনানিবাসের এমওডিসি সদর দপ্তরে ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে। ভর্তির সময় প্রার্থীকে অবশ্যই শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র ও ট্রান্সক্রিপ্ট, নাগরিকত্ব ও চারিত্রিক সনদপত্রের মূলকপি, সত্যায়িত চার কপি পাসপোর্ট সাইজের ছবি ও দুই কপি স্ট্যাম্প সাইজের ছবি সঙ্গে নিয়ে আসতে হবে।

এই নিয়োগে ভর্তির সকল শর্ত পূরণ স্বাপেক্ষে মুক্তিযোদ্ধা পোষ্যদের জন্য ৩০ পারসেন্ট কোটা নির্ধারিত থাকবে।

আবেদন শুরু হবে আগামী ১১ ফেব্রুয়ারি ২০১৮ হতে।

আবেদনের শেষ সময় ১৯ ফেব্রুয়ারি ২০১৮।
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে