সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৮, ০৪:৩৮:৩৯

আমি দালাল না, বেঈমান না : উত্তেজিত মওদুদ আহমেদ

আমি দালাল না, বেঈমান না : উত্তেজিত মওদুদ আহমেদ

নিউজ ডেস্ক : সম্প্রতি একটি অনলাইন নিউজ পোর্টালে ‘বিক্রির অপেক্ষায় নেতারা’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটিতে বিএনপি নেতারা আন্দোলন সংগ্রামের নামে নিজেদের রেট বাড়াচ্ছেন বলে উল্লেখ করা হয়।

প্রতিবেদনটির প্রতিবাদে নিউজ পোর্টালটিতে ফোন করে বেশ উত্তেজিত হয়ে ওঠেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদ। তিনি বলেন, শোনো হে, লিখে দাও মওদুদ নট ফর সেল। মওদুদকে সরকার কিনতে পারবে না।

তিনি বলেন, সরকার কী আমাকে কেনার কম চেষ্টা করেছে, পারেনি। মওদুদ দালাল না, বেঈমান নয়। তোমরা তো মিশনে নেমেছো, বিএনপি ভাঙবে। চেষ্টা করে দেখো, পারবে না।

ব্যারিস্টার মওদুদ বলেন, ম্যাডামকে জেলে নিয়ে সরকার সমঝোতার সব পথ বন্ধ করে দিয়েছে। সাবেক এই মন্ত্রী বলেন, আমাকে এক কাপড়ে বাড়ি থেকে অন্যায়ভাবে বের করে দিয়েছে। তারপর কী করে ভাবো, আমি বিএনপি ভাঙব? ইমপসিবল।

তিনি বলেন, ‘বিএনপি ভাঙার যে দিবাস্বপ্ন সরকার দেখছে, তা কোনোদিনই সফল হবে না।  আমি তো নয়ই, কোনো নেতাই বেগম জিয়াকে ছাড়া নির্বাচনে যাবে না।’ বেগম জিয়া মুক্তি পেলেই কী নির্বাচনে যাবে? এমন প্রশ্নের উত্তরে ব্যারিস্টার মওদুদ বলেন, আগে উনি মুক্তি পাক, তারপর দেখা যাবে। -বাংলা ইনসাইডার

এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে