শুক্রবার, ২০ নভেম্বর, ২০১৫, ০৭:৪১:৫০

গয়েশ্বরের মন্তব্য শুনে অট্টহাসিতে হুদা

গয়েশ্বরের মন্তব্য শুনে অট্টহাসিতে হুদা

নিউজ ডেস্ক : ‌‘সব ফুলে মালা হয় না’ বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের এমন মন্তব্যে অট্টহাসিতে ফেটে পড়েন ব্যারিস্টার নাজমুল হুদা। রাজনৈতিক অঙ্গন থেকে ঝড়ে যাওয়ার জন্য হুদা নতুন দলের ঘোষণা দিয়েছেন বলেও মন্তব্য করেন গয়েশ্বর চন্দ্র রায়। নাজমুল হুদা বলেন, তাদের নেতৃত্বের কারণেই আজ বিএনপির এ অবস্থা। তারা বলেন আমি নির্মূল হয়ে যাব। বিএনপির সিনিয়র নেতারা যদি এ ধরনের কথা বলেন তাহলে কী বলবো। শুক্রবার দুপুরে রাজধানীর হোটেল ওয়েস্টিনে সংবাদ সম্মেলন করে নতুন দল গঠনের ঘোষণা দেন বিএনপির সাবেক নেতা নাজমুল হুদা। বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের নিয়ে নতুন রাজনৈতিক দল ‘তৃণমূল বিএনপি’-এর ঘোষণা দেন হুদা। দলের প্রতীক হবে ‘ধানের ছড়া’। আইনি লড়াইয়ে না পেলে প্রতীক হবে ‘পাট’। সাংবাদিকদের গয়েশ্বর চন্দ্র রায় বলেন, নাজমুল হুদা কত দলের ঘোষণা দিয়েছেন তা তিনি নিজেও বলতে পারবেন না। আমার মতে, রাজনৈতিক অঙ্গনে ঝড়ে যাওয়ার জন্য নাজমুল হুদা এ ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, বিএনপি শহীদ জিয়া ও জনগণের দল। কোনো ষড়যন্ত্র করেই বিএনপিকে বিনাশ করা যাবে না। তার বক্তব্যের প্রতিক্রিয়ায় অট্টহাসিতে ফেটে পড়েন নাজমুল হুদা। তিনি বলেন, বিএনপির সিনিয়র নেতারা যদি এ ধরনের কথা বলেন তাহলে কী বলবো। তাদের মত নেতৃত্বের কারণেই বিএনপির আজ এ অবস্থা। দলে বিশৃঙ্খলার অভিযোগে ২০১০ সালে নাজমুল হুদাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়। এরপর তিনি বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ), বাংলাদেশ মানবাধিকার পার্টি (বিএমপি) নামে দল গড়ে তুলেন। সর্বশেষ ৩০টি দল নিয়ে ‘বাংলাদেশ জাতীয় জোট’ নামে নতুন একটি মোর্চা গঠনেরও ঘোষণা দেন তিনি। আজ তিনি ঘোষণা দেন তৃণমূল বিএনপি। গয়েশ্বর চন্দ্র রায় শুক্রবার দুপুরে নয়াপল্টনে দোয়া ও মিলাদ মাহফিলের পর বলেন, নাজমুল হুদা কত দলের ঘোষণা দিয়েছেন তা তিনি নিজেও বলতে পারবেন না। নাজমুল হুদা বলেন, বিএনপিকে ভাঙার জন্য নয়, দেশে গণতান্ত্রিক পরিস্থিতি ও তৃণমূলে অবহেলিত নেতাকর্মীদের ফিরিয়ে আনতেই নতুন দল ঘোষণা। আমি চাই, দেশে সুষ্ঠু ধারার গণতন্ত্র ‍ফিরে আসুক। ২০ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে