শুক্রবার, ২০ নভেম্বর, ২০১৫, ০৮:০৩:০৫

‘জনগণ খাবে না’

‘জনগণ খাবে না’

ঢাকা : বিএনপি থেকে বহিষ্কৃত নাজমুল হুদার নতুন দল ‘তৃণমূল বিএনপি’ জনগণ ‘খাবে না’ বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন। শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘সিপাহী-জনতা সংহতি বিপ্লব দিবস’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। এ আলোচনা সভার আয়োজন করে জিয়া পরিষদ। শাহ মোয়াজ্জেম হোসেন বলেন, তৃণমূল বিএনপি নাজমুল হুদার নিজের মধ্যেই থাকবে। জনগণের মাঝে যাবে না। জনগণ এ দলকে গ্রহণও করবে না। হুদা কী করলো, তাতে বিএনপির কিছু যায় আসে না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিএনপি বেঁচে থাকবেই। শুক্রবার রাজধানীর হোটেল ওয়েস্টিনে সংবাদ সম্মেলন করে নতুন দল ‘তৃণমূল বিএনপি’ গঠনের ঘোষণা দেন নাজমুল হুদা। সংবাদ সম্মেলনে বিএনপির বিষয়ে কথা বলতে গিয়ে নাজমুল হুদা বলেন, বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন এই দলটি ব্যর্থ হয়েছে। নেতৃত্বে পরিবর্তন না এলে বিএনপির আর ঘুরে দাঁড়ানোর উপায় নেই। শাহ মোয়াজ্জেম বলেন, প্রধানমন্ত্রী বলেছেন, তিনি তার বাবার শেষ স্বপ্ন বাস্তবায়ন করবেন। প্রধানমন্ত্রীকে আমি বলতে চাই, আপনি আপনার বাবার স্বপ্নকে অপমান করেছেন। কারণ, আপনার বাবার শেষ স্বপ্ন ছিল বাকশাল প্রতিষ্ঠিত করার। কিন্তু আপনি বাকশালকে হত্যা করে কবর থেকে আওয়ামী লীগকে টেনে বের করে জীবিত করেছেন। তিনি বলেন, আপনি যতই চেষ্টা করুন না কেন বেগম জিয়ার কিছু করতে পারবেন না। আয়োজক সংগঠনের ভাইস চেয়ারম্যান ডা. আবদুল কুদ্দুসের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া, জিয়া পরিষদের সহকারী মহাসচিব আবদুল্লাহিল মাসুদ, সহ-সভাপতি অধ্যাপক ড. মো. এমতাজ হোসেন প্রমুখ। ২০ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে