শুক্রবার, ২০ নভেম্বর, ২০১৫, ০৮:৩২:৫৮

‘মানবতাবিরোধী অপরাধের বিচার প্রতিশোধের নয়’

‘মানবতাবিরোধী অপরাধের বিচার প্রতিশোধের নয়’

ঢাকা: বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার এ. নিকোলভ বলেছেন, বাংলাদেশে চলমান মানবতাবিরোধী অপরাধের বিচার ‘রাজনৈতিক ও প্রতিশোধের নয়’। তিনি একই সঙ্গে বলেছেন, এই বিচার প্রক্রিয়াকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসিদের মানবতাবিরোধী অপরাধের বিরুদ্ধে গঠিত ‘ন্যুরেমবার্গ ট্রায়ালের মতো স্বচ্ছ’। শুক্রবার বিকেলে রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘যুদ্ধাপরাধীদের বিচার: ন্যুরেমবার্গ থেকে ঢাকা’ শীর্ষক এক অলোচনাসভায় বিশেষ অতিথির বক্তব্যে রাশিয়ার রাষ্ট্রদূত এ মন্তব্য করেন। ন্যুরেমাবার্গ ট্রায়ালের ৭০তম বার্ষিকী’ উপলক্ষে ‘একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি’ এ আলোচনা সভার আয়োজন করে। রাশিয়ার রাষ্ট্রদূত বলেন,‘বাংলাদেশের যুদ্ধাপরাধীদের বিচারের ট্রাইব্যুনাল প্রতিশোধের নয়। আমি শতভাগ নিশ্চিত এই বিচারের নৈতিক ভিত্তি রয়েছে। যারা ৪৪ বছর আগে গণহত্যা করেছে এখন তাদের বিচার হচ্ছে।’ তিনি দাবি করেন, ‘আমি এখানে রাষ্ট্রদূত। আমি কোনও ব্যক্তি বিশেষের নাম উল্লেখ করে কিছু বলতে চাই না। কিন্তু এই বিচার নিয়ে আমাদের কোনও সন্দেহ নেই। ন্যুরেমবার্গ ট্রায়ালের মতোই বিচার স্বচ্ছ হচ্ছে।’ আলেকজান্ডার নিকোলভ বলেন, ‘ইসলামের নাম নিয়ে এখন মধ্যপ্রাচ্য, ইউরোপ ও রাশিয়ায় মানবতাবিরোধী অপরাধ হচ্ছে। এই বর্বরোচিত হত্যাকাণ্ডের আমরা নিন্দা জানাই। আমাদের প্রেসিডেন্ট পুতিন বলেছেন, সন্ত্রাসীদের কোনও ধর্ম, রাষ্ট্র ও জাতীয়তা নেই।’ বিচারপতি সৈয়দ আমিরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, আইনমন্ত্রী আনিসুল হক, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, সাবেক রাষ্ট্রদূত ওয়ালিউর রহমান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ড. তুরিন আফরোজ, শহীদ কন্যা ড. নজুহাত চৌধুরী, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির। সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুক্তরাষ্ট্রের কানাডা চ্যাপ্টারের আইনজীবী উইলিয়াম পি স্লোয়ান। ২০ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে