শুক্রবার, ২০ নভেম্বর, ২০১৫, ০৯:৩৯:০১

খালেদার বিষয়ে ওবায়দুল কাদেরের মুখে সুসংবাদ

 খালেদার বিষয়ে ওবায়দুল কাদেরের মুখে সুসংবাদ

ঢাকা : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিষয়ে সুসংবাদ দিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। লন্ডন থেকে দেশে ফিরলে খালেদা জিয়াকে সরকারের গ্রেপ্তার করার কোনো চিন্তা ভাবনা নেই বলে জানিয়েছেন তিনি। এদিকে ১৬ নভেম্বর সোমবার রংপুরে নিজ বাসভবনে প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছিলেন, দেশে ফিরলেই গ্রেফতার হতে পারেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বার্তা সংস্থা বাসস জানায়, আজ শুক্রবার বিকেলে নরসিংদীর শিবপুরে মুনসেফেরচর ইটাখোলা বাসস্ট্যান্ডে ঢাকা-সিলেট মহাসড়কের ঝুঁকিপূর্ণ স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের ওবায়দুল কাদের বলেন, খালেদা জিয়া দেশের নেতা, দেশের মাটিতে রাজনীতি করবেন এটাই স্বাভাবিক। আগামীকাল শনিবার লন্ডন থেকে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। খালেদা জিয়ার আগমন উপলক্ষে শনিবার বিকেল পাঁচটায় বিমানবন্দর এলাকায় নেতাকর্মীদের জমায়েত হতে দলটির পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে। গত ১৬ সেপ্টেম্বর চোখ ও পায়ের চিকিৎসা এবং পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন খালেদা জিয়া। সেখানে তিনি তারেক রহমানের বাসায় থাকেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে ঈদুল আজহা উদযাপন করেন। ২০ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে