শুক্রবার, ২০ নভেম্বর, ২০১৫, ০৯:৪০:০৩

প্রস্তুত ৩ জল্লাদ, কাশিমপুর থেকে আরো ৩ জন

প্রস্তুত ৩ জল্লাদ, কাশিমপুর থেকে আরো ৩ জন

ঢাকা : মানবতা বিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মুহাম্মদ মুজাহিদের ফাঁসি কার্যকরের সকল প্রস্তুতি প্রায় সম্পন্ন করে ফেলেছে কারা কর্তৃপক্ষ। ফাঁসি কার্যকরের জন্য এরই মধ্যে প্রস্তুত রাখা হয়েছে ৩ জন জল্লাদকে। আরও ৩ জল্লাদকে কাশিমপুর কারাগার থেকে আনা হবে বলে জানা গেছে। কারা সূত্রে জানা যায়, ঢাকা কেন্দ্রীয় কারাগারে দুটি ফাঁসির মঞ্চ আছে। যেখানে এক সাথে ৪ জনকে ফাঁসি দেয়া যায়। তবে দীর্ঘ দিন থেকে একটি মঞ্চ অব্যবহৃত অবস্থায় আছে। একটি ফাঁসির মঞ্চ দিয়েই ফাঁসি কার্যকর করা হচ্ছে। এদিকে কারা অভ্যন্তরীণ একটি সূত্র জানায়, আদালত কোনো আসামিকে ফাঁসির দণ্ডাদেশ দেয়ার পর ওই আসামিকে প্রতিদিন স্বাস্থ্য পরীক্ষা করা হয়। সে হিসেবে গত গতকাল বৃহস্পতিবার রাতে সালাউদ্দিন কাদের চৌধুরী ও মুজাহিদের স্বাস্থ্য পরীক্ষা করেন কারা চিকিৎসক ডা. বিপ্লব কান্তি বিশ্বাস। তারা দু’জনেরই শারীরিক অবস্থা স্বাভাবিক বলে জানান তিনি। শুক্রবার দুপুরেও তাদেও স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে বলে একটি অসমর্থিত সূত্রে জানা গেছে। শুক্রবার রাতেও তারও স্বাস্থ্য পরীক্ষা করা হতে পারে। সূত্র: বাংলামেইল ২০ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে