শুক্রবার, ২০ নভেম্বর, ২০১৫, ১০:০৯:৪৭

অপেক্ষা আর ২২ ঘণ্টার বেশি নয়!

অপেক্ষা আর ২২ ঘণ্টার বেশি নয়!

নিউজ ডেস্ক : যুদ্ধাপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত শীর্ষ দুই নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়ার জন্য সর্বোচ্চ ৪৮ ঘণ্টার বেশি সময় দেয়া উচিত নয় বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। আইনমন্ত্রীর দেয়া সময়ের হিসাব মতে, রায় কার্যকরে সময় বড়জোর ২২ ঘণ্টা অপেক্ষা করতে হতে পারে। ফাঁসির আদেশ কার্যকরের সময় গণনা এরই মধ্যে শুরু হয়ে গেছে বলেও জানান আইনমন্ত্রী। আইনমন্ত্রীর মতে, জেলখানায় আসামিদের রায় পড়ে শোনানোর পর থেকেই সময় গণনা শুরু হয়ে গেছে। সে হিসাবে বৃহস্পতিবার রাত সোয়া ৯টার দিকে জেল কর্তৃপক্ষ দুই আসামিকে রায় পড়ে শোনানোর পর থেকে শুক্রবার সন্ধ্যা সোয়া ৬ টা পর্যন্ত ২২ ঘণ্টা পার হয়ে গেছে। সে হিসাবে ৪৮ ঘণ্টার মধ্যে এখন পর্যন্ত বাকি আর ২২ ঘণ্টা। এদিকে জেলখানা সূত্রে জানা গেছে, ফাঁসি কার্যকরে সব প্রস্তুতি সম্পন্ন হলেও সর্বশেষ নির্দেশনা এখনো পৌঁছেনি জেলাখানায়। অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন বিবিসি বাংলাকে জানিয়েছেন, আসামিরা প্রাণভিক্ষা চাইবেন কিনা সে অপেক্ষায় আছেন তারা। আনিসুল হক বলেন, রিভিউ রায়ের আদেশ আসামিদের পড়ে শোনানোর পর থেকে ৪৮ ঘণ্টার মধ্যে সরকারকে সিদ্ধান্ত নিতে হয়। তাদের সিদ্ধান্তের অপেক্ষায় আমরা দিনের পর দিন অপেক্ষা করতে পারি না। ২০ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে