শনিবার, ২১ নভেম্বর, ২০১৫, ১২:৪১:৩৮

পরমাণু বিজ্ঞানী সি এস করিম আর নেই

পরমাণু বিজ্ঞানী সি এস করিম আর নেই

নিউজ ডেস্ক: পরমাণু বিজ্ঞানী ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা চৌধুরী সাজ্জাদুল করিম আর নেই। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত ১০টা ৪০ মিনিটে তার মৃত্যু হয় বলে প্রয়াতের ভাতিজা সৈয়দ মিনহাজ। তার একমাত্র সন্তান শাবাব করিম জানান, গত এক সপ্তাহ ধরে নিউমোনিয়ায় ভুগছিলেন তার বাবা। অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার রাতে তাকে ঢাকার বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তিনি বলেন, শুক্রবার রাতে বাবার হার্ট অ্যাটাক হয়। এরপর তাকে আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল মৃত্যুকালে আনবিক শক্তি কমিশনের সাবেক এই চেয়ারম্যানের বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি পরিচিত ছিলেন সি এস করিম নামে। তিনি বাংলাদেশ আনবিক শক্তি কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন ছাড়াও আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থার সদস্য ছিলেন। এ ছাড়াও ২০০৭ সালের জানুয়ারিতে ফখরুদ্দীন আহমদ নেতৃত্বাধীন উপদেষ্টা পরিষদ বাংলাদেশ সরকারের দায়িত্ব নিলে তাতে কৃষি ও পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পান তিনি। তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব পালনের আগে বিদ্যুৎ ও জ্বালানি খাতের নীতি-নির্ধারণী বিভিন্ন কমিটিতেও দায়িত্ব পালন করেন সিএস করিম। তিনি বাংলাদেশ ফিজিক্যাল সোসাইটিরও সভাপতি ছিলেন। ২১ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/পিবি/পিপি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে