শনিবার, ২১ নভেম্বর, ২০১৫, ১২:৪৮:৫৮

বিশেষ নিরাপত্তায় মুজাহিদের বাড়ি

বিশেষ নিরাপত্তায় মুজাহিদের বাড়ি

নিউজ ডেস্ক: মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড পাওয়া জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের বাড়ি ও ফরিদপুর শহরে নিরাপত্তার বলয় তৈরি করা হয়েছে। সম্ভাব্য যেকোনো ধরনের নাশকতা এড়াতে শুক্রবার সন্ধ্যা থেকে এ বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়। শহরের পূর্ব খাবাসপুরে মেইন রোড থেকে মুজাহিদের বাড়ির প্রবেশ পথ আব্দুল আলী সড়কের (মুজাহিদের বাবার নামে প্রতিষ্ঠিত) প্রবেশ মুখে অর্ধশত পুলিশ ও এপিবিএন সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে। মুজাহিদের দণ্ড কার্যকরের আগে এখন শুধু রাষ্ট্রপতির কাছে তার প্রাণভিক্ষা চাওয়ার একটি প্রক্রিয়া বাকী আছে। তিনি সেই আবেদন না করলে কিংবা রাষ্ট্রপতি তা নাকচ করলেই কার্যকর করা যাবে মৃত্যুদণ্ড। ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান জানান, শুক্রবার সন্ধ্যা থেকে শহর ও মুজাহিদের বাড়ির নিরাপত্তা নিশ্চিত করতে প্রায় তিন’শ পুলিশ ও এপিবিএন সদস্য মোতায়েন করা হয়েছে। ফরিদপুরের জেলা প্রশাসক সরদার সরাফত আলী জানান, জামায়াত নেতা যুদ্ধাপরাধী মুজাহিদের ফাঁসিকে কেন্দ্র করে ফরিদপুর শহর জুড়ে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সামাল দেওয়ার জন্য আইন শৃঙ্খলাবাহিনী প্রস্তুত রয়েছে । ২১ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/পিবি/পিপি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে