শনিবার, ২১ নভেম্বর, ২০১৫, ০১:১৮:১৪

হঠাৎ সংবাদ সম্মেলনের ডাক দিলেন মুজাহিদের পরিবার

হঠাৎ সংবাদ সম্মেলনের ডাক দিলেন মুজাহিদের পরিবার

নিউজ ডেস্ক : মানবতাবিরোধী অপরাধে ফাঁসিকাষ্ঠে যাওয়ার অপেক্ষায় থাকা জামায়াত নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের পরিবারের পক্ষে শনিবার সংবাদ সম্মেলন আহ্বান করা হয়েছে। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে শনিবার দুপুরে এই সংবাদ সম্মেলন করা হবে বলে জানিয়েছেন যুদ্ধাপরাধের মামলায় মুজাহিদের আইনজীবী গাজী এমএইচ তানিম। তিনি বলেন, “ফাঁসির বিষয়ে বক্তব্য জানাতে পরিবারের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হবে। এতে পরিবারের সদস্যরা উপস্থিত থাকবেন।" 'ফাঁসির বিষয়ে বক্তব্য জানাতে' সংবাদ সম্মেলন আহ্বানের কথা জানালেও যুদ্ধাপরাধী এই জামায়াত নেতার ফাঁসি কার্যকর নিয়ে তার পরিবারের কী বক্তব্য থাকতে পারে এ বিষয়ে কিছু জানাতে পারেননি আইনজীবী তানিম। তিনি বলেন, "পরিবারের পক্ষ থেকে শুধু সংবাদ সম্মেলনের কথা বলা হয়েছে।" যুদ্ধাপরাধী মুজাহিদের রিভিউ খারিজের মধ্য দিয়ে বুধবারের মধ্যে আইনি সব বিষয়ের নিষ্পত্তি হয়ে যাওয়ায় তার সামনে এখন কেবল রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাওয়ার সুযোগ বাকি আছে। একই সুযোগ রয়েছে যুদ্ধাপরাধের চারটি অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর। তারা আবেদন না করলে বা রাষ্ট্রপতির অনুকম্পা না পেলে সরকারের নির্দেশনা অনুযায়ী মৃত্যুদণ্ড কার্যকর করবে কারা কর্তৃপক্ষ, যার সব প্রস্তুতি ইতোমধ্যে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডিআইজি প্রিজন গোলাম হায়দার। বৃহস্পতিবার রাতে রায়ের অনুলিপি কারাগারে পৌঁছানোর পর দুই ফাঁসির আসামিকে তা পড়ে শোনানো হয়। তবে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ‌ প্রাণভিক্ষার আবেদনের বিষয়ে কারা কর্তৃপক্ষ বা দুই যুদ্ধাপরাধীর পরিবারের পক্ষ থেকে কিছু জানা যায়নি। এর মধ্যেই যুদ্ধাপরাধী মুজাহিদের পরিবারের সদস্যদের পক্ষ থেকে এই সংবাদ সম্মেলনের ঘোষণা এল। ২১ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/পিবি/পিপি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে