শনিবার, ২১ নভেম্বর, ২০১৫, ০৩:৪৫:০১

নাজমুল হুদার নতুন দল ‘তৃণমূল বিএনপি’

নাজমুল হুদার নতুন দল ‘তৃণমূল বিএনপি’

নিউজ ডেস্ক : এবার 'তৃণমূল বিএনপি' গঠনের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জাতীয় জোটের (বিএনএ) চেয়ারম্যান ব্যারিস্টার নাজমুল হুদা। নিজে এই দলের আহ্বায়ক বলে জানিয়ে তিনি বলেন, দলের প্রতীক হিসেবে তিনি ধানের ছড়া চাইবেন। তিনি আরও বলেন, 'নেতাদের কারণে বিএনপি মুখ থুবড়ে পড়েছে। দলটির প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে বিএনপিকে নিশ্চিহ্ন হতে দিতে পারি না। এ কারণেই তৃণমূলের নেতাকর্মীদের নিয়ে নতুন দল গঠনের এ প্রয়াস।' গতকাল শুক্রবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ নতুন দলের নাম ঘোষণা করেন বিএনপি থেকে বহিষ্কৃত এই নেতা। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নাজমুল হুদা বলেন, তিনি বিএনপি ভেঙে নতুন দল গড়ছেন না। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপির তৃণমূলের অবহেলিত নেতাকর্মীদের রাজনীতির মাঠে ফেরানোর উদ্যোগ নিয়েছেন। তিনি বলেন, বিএনপি বার বার ভুল করে। তিনি সংলাপের উদ্যোগ নিতে বিএনপি চেয়ারপারসনের প্রতি বহু আগে আহ্বান জানালেও তাতে তখন সাড়া দেওয়া হয়নি। এখন সংলাপের জন্য সরকারের প্রতি বার বার আহ্বান জানাচ্ছে দলটি। একইভাবে গত ৫ জানুয়ারির সংসদ নির্বাচনে বিএনপির অংশ ?না নেওয়াও ভুল ছিল। দেশে আইনের শাসন নেই বলে মন্তব্য করে তিনি বলেন, গণতন্ত্র ফেরাতেই এ নতুন দল গঠন। এই দল তার নেতৃত্বাধীন বিএনএ জোটের নেতৃত্ব দেবেন বলেও জানান তিনি। নতুন দলের নাম ও ধানের ছড়া প্রতীক নিয়ে আইনগত সমস্যা হলে আইনি লড়াইয়ের মাধ্যমেই তিনি এর মোকাবিলা করবেন। ধানের ছড়া না পেলে তিনি পাট প্রতীক চাইবেন বলেও জানান। নতুন দল গঠনে সরকার সহযোগিতা করলে নাজমুল হুদা তা নেবেন বলে জানান। তিনি পাকিস্তানের গোয়েন্দা সংস্থা 'আইএসআই' বা ভারতের গোয়েন্দা সংস্থা 'র'-এর দালাল নন বলে জানান। আগামী বছরের ৩১ জানুয়ারি থেকে ওয়ার্ড পর্যায়ে সম্মেলনের মাধ্যমে দল গঠন শুরু হবে জানিয়ে নাজমুল হুদা বলেন, একই বছর ৭ সেপ্টেম্বর জাতীয় কাউন্সিলের মাধ্যমে এ দলের পূর্ণাঙ্গ কমিটি গঠিত হবে। তার নতুন দলে যোগদানের জন্য চট্টগ্রাম বিএনপির কেউ কেউ যোগাযোগ করছেন বলেও জানান নাজমুল হুদা। বিএনপি-জামায়াত জোটের সাবেক মন্ত্রী বলেন, হরতাল-অবরোধের মতো কঠিন কর্মসূচিতে ব্যর্থ হয়ে বিএনপি এখন নিষ্ক্রিয় ও নিশ্চিহ্নপ্রায়। মাঠ পর্যায়ে দলটির এখন 'ত্রাহী অবস্থা' উল্লেখ তিনি বলেন, 'দল পরিচালিত হচ্ছে লন্ডন থেকে নির্দেশিত পথে।' তিনি বলেন, 'কেন্দ্রীয় কমিটি গঠনের ক্ষেত্রেই নয়, সরকারের মন্ত্রিপরিষদ গঠন এমনকি সেনাবাহিনী প্রধান নিয়োগেও খালেদা জিয়ার সিদ্ধান্তে নিকটাত্মীয়দের ব্যাপক প্রভাব প্রতিফলিত হতে দেখা গেছে।' অনুষ্ঠানে বিএলডিপির চেয়ারম্যান নাজিম উদ্দিন আল আজাদ, লেবার পার্টির একাংশের চেয়ারম্যান সেকান্দর আলী মনি, গণতান্ত্রিক আন্দোলনের চেয়ারম্যান এ আর এম জাফরুল্লাহ চৌধুরী ও বাংলাদেশ পিপলস ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান জামাল উদ্দিন উপস্থিত ছিলেন। এ ছাড়া রাশিয়া দূতাবাসের দ্বিতীয় সচিব ক্রিস্টিনা বয়কোকেও সংবাদ সম্মেলনে দেখা যায়। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি থেকে ২০১০ সালে বহিষ্কৃত হন দলটির ভাইস চেয়ারম্যান নাজমুল হুদা। ২০১২ সালের ১০ আগস্ট বিএনএফ নামে একটি দল গঠন করেন তিনি। ২০১৩ সালের ফেব্রুয়ারিতে ওই দল থেকে তিনি নিজেকে সরিয়ে নেন। ২০১৪ সালের মে মাসে কয়েকটি দল নিয়ে বিএনএ নামে জোট গঠন করেন। সর্বশেষ গত বছরের ২৯ নভেম্বর বিএমপি নামে একটি দল গঠন করেন। ২১ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/পিবি/পিপি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে