শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০১৮, ০৩:০৮:৫৭

নয়া পল্টনে দলীয় কার্যালয়ে ধরপাকড়ের যে কারণ জানালো পুলিশ

নয়া পল্টনে দলীয় কার্যালয়ে ধরপাকড়ের যে কারণ জানালো পুলিশ

নিউজ ডেস্ক: অনুমতি না নিয়েই দলীয় কার্যালয়ের সামনে বিএনপি নেতাকর্মীরা কালো পতাকা প্রদর্শন কর্মসূচি পালন করার কারণেই তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল জোনের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) সিবলী নোমান। নয়া পল্টনে দলীয় কার্যালয়ে ধরপাকড়ের এ কারণ জানালো পুলিশ।

বিএনপির নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে জলকামান ব্যবহার করা হলেও লাঠিচার্জ বা টিয়ারশেল নিক্ষেপের ঘটনা ঘটেনি বলেও জানান তিনি।

শিবলী নোমান বলেন, ডিএমপি এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ রয়েছে। কিন্তু নয়াপল্টনে বিএনপি কোনো অনুমতি না নিয়েই রাস্তা বন্ধ করে সমাবেশ করে। তারা গাড়ি চলাচল বন্ধ করে দেয়। আমরা তখন তাদের পানি ছিটিয়ে ছত্রভঙ্গ করেছি।

কোনও লাঠিচার্জ বা টিয়ারশেল নিক্ষেপের ঘটনা ঘটেনি, কেবল পানি ছিটিয়ে তাদের সরিয়ে দেয়া হয়েছে বলে জানান তিনি।
এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে