শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০১৮, ০৫:০৭:১৯

'বিএনপি-আওয়ামী লীগ কারো কাছেই মানুষ নিরাপদ নয়'

'বিএনপি-আওয়ামী লীগ কারো কাছেই মানুষ নিরাপদ নয়'

নিউজ ডেস্ক : অনেকে আমাকে স্বৈরাচার বলেন। কিন্তু আমি কখনও স্বৈরাচার ছিলাম না। আমি তো ১৯৮৪ সালে ক্ষমতা নিয়েছিলাম বাধ্য হয়ে বলে মন্তব্য করেছেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

শনিবার রাজধানীর বনানী কার্যালয়ে জাতীয় পার্টিতে যোগদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ১৯৮৪ সালে যে নির্বাচন দিয়েছিলাম সেখানে কেউ আসলো না। বাধ্য হয়ে ১৯৮৬ সালের ১ জানুয়ারি জাতীয় পার্টি গঠন করতে হলো। সেই জাতীয় পার্টি আজ অনেক শক্তিশালী হয়েছে।

এরশাদ বলেন, জাতীয় পার্টি মানুষের জন্য রাজনীতি করে। হরতাল, হানাহানি আর অপঘাতের রাজনীতি জাতীয় পার্টি সমর্থন করে না। বাংলাদেশের মানুষ বিএনপি আওয়ামী লীগের কাছে নিরাপদ নয়। সবাই জাতীয়পার্টির কাছে নিরাপদ। আমি হিংসা বিশ্বাস করি না। ধংসাত্নক কর্মকাণ্ডে বিশ্বাস করি না। আমি মানুষ মারাকে বিশ্বাস করি না।

এ কারণে দেশের জনগণ আগামীতে জাতীয় পার্টির অতীতের কাজ মূল্যায়ন করবে বলেও এ সময় আশা প্রকাশ করেন এরশাদ।

এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে