শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০১৮, ১১:১৯:৫৫

‘কী অপরাধ ছিল ওই মায়ের, ওই পেটের শিশুর?’

‘কী অপরাধ ছিল ওই মায়ের, ওই পেটের শিশুর?’

নিউজ ডেস্ক : কুড়িটা মানুষের ছিন্নভিন্ন লাশ পড়ে আছে। তারা চা-কফি খাচ্ছে। বাবুর্চিকে বলছে, টমেটো-মাংস রান্না করো। আমরা রাতের খাবার খাব। কতোটা অমানুষ মানুষ হলে তারা এটা করতে পারে। পশুর সঙ্গেও এদের তুলনা চলে না। ইতালির নাগরিক গর্ভবতী নারী ছিল সেখানে। তারা তাকেও অব্যাহতি দেয়নি। কী অপরাধ ছিল ওই মায়ের, ওই পেটের শিশুর? ইসলামের নামে যারা হলি আর্টিজানের মতো হামলার ঘটনা ঘটায় তারা মানুষ নয় ‘অমানুষ’।’

আন্তর্জাতিক সুফি উৎসবের উদ্বোধনীতে প্রধান অতিথির বক্তব্যে এমনটি বলেছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। ভারত, ইরান ও তুরস্কের রাষ্ট্রদূতের উপস্থিতিতে শুক্রবার রাজধানীর শিল্পকলা একাডেমিতে শুরু হয়েছে তিনদিনের আন্তর্জাতিক সুফি উৎসব। শিল্পকলার নন্দন মঞ্চে আল্লামা রুমি ফাউন্ডেশন ও হাটখোলা ফাউন্ডেশন যৌথভাবে এই উৎসবের আয়োজন করেছে।

প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতিমন্ত্রী বলেন, ‘অশুভ শক্তিকে দমাতে সুফিবাদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সুফি উৎসবে একটা বোধের তৈরি হবে- আমরা একে অন্যের পাশে দাঁড়াব।’ সুফিবাদে মানবতাবাদী ও অসাম্প্রদায়িক চিন্তার প্রকাশ ঘটে উল্লেখ করে সংস্কৃতিমন্ত্রী নূর বলেন, “সব ধর্মকে সম্মান দেওয়ার, সব ধর্মকে সহাবস্থান দেওয়ার মতো গ্রহণযোগ্যতা তৈরির বাণী প্রচার করে এটি।”

হাজার বছর ধরে সব ধর্মের বাঙালিরা সুফিবাদের মতো শান্তিপূর্ণ সহাবস্থান নিয়ে বসবাস করে আসছে মন্তব্য করে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর আরো বলেন, ‘এ অঞ্চলে সব ধর্মের মানুষের পাশাপাশি রয়েছে নানান ভাষা ও সংস্কৃতির মানুষ। যারা হাজার বছর ধরে বাস করছে সম্প্রীতির মধ্য দিয়ে। লালন, রাধারমন, হাসন রাজা, শাহ আবদুল করিম- সবার মধ্যে সেই মানবতাবাদী চিন্তাই ছিল।’

ইসলামের মর্মবাণীও শান্তির কথা বলে উল্লেখ করে তিনি বলেন, ‘আল্লাহ কোরআন শরীফের কোথাও বলেননি, আমি মুসলমানদের প্রভু। বলেছেন, আমি বিশ্ব মানবতার প্রভু, আমি বিশ্বাসীদের প্রভু।’

উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকায় ইরানের রাষ্ট্রদূত আব্বাস ভায়েজি দেহনবি বলেন, ‘ধর্মীয় মর্মবাণীর চর্চা প্রত্যেক মানুষের জন্য গুরুত্বপূর্ণ। কিন্তু সেই বাণীর অপব্যাখ্যা যে কোন ধর্মের জন্যই ভয়ঙ্কর। তার ফলে সৃষ্টি হয় ইসলামিক স্টেটের মতো জঙ্গিবাদী গোষ্ঠীর। এর বিপরীতে সুফিবাদ শান্তির বারতা নিয়ে হাজির হয়।’

তিনি আরো বলেন, ‘প্রত্যেক ধর্মের মূল বাণীই হচ্ছে, তুমি যদি স্রষ্টাকে ভালোবাসো, তাহলে তোমাকে সব মানুষ ও প্রাণীকূলকে ভালোবাসতে হবে। সুফিবাদ সেই ভালোবাসার বাণীকে ছড়ানোর কাজ করে।’

এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে