শনিবার, ২১ নভেম্বর, ২০১৫, ১১:২২:৫৬

সাকা-মুজাহিদের ফাঁসি কার্যকর কখন?

সাকা-মুজাহিদের ফাঁসি কার্যকর কখন?

ঢাকা : ফাঁসি কার্যকরে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন। ফাঁসির মঞ্চও প্রস্তুত। মঞ্চের ওপরে টাঙানো হয়েছে শামিয়ানা। প্রধান জল্লাদও চূড়ান্ত। এখন শুধুই সময়ের অপেক্ষা। রাষ্ট্রপ্রতির কাছে প্রাণভিক্ষা না চাইলে যে কোনো মুহুর্তে বিএনপি নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মৃত্যুদণ্ডাদেশ কার্যকর হতে পারে।এমনটি জানা যাচ্ছে সংশ্লিষ্ট সূত্রগুলাে থেকে। তবে প্রাণভিক্ষা চাওয়ার ব্যাপারে সাকা-মুজাহিদ দু’জনই পরিস্কার করে কিছু বলেননি এ পর্যন্ত। কিছুক্ষণ আগে তাদের কাছে বিষয়টি জানতে কারাগারে প্রবেশ করেছেন দুই ম্যাজিস্ট্রেট। সরকারের একটি অসমর্থিত সূত্র জানায়, শনিবার রাতে ফাঁসি কার্যকর হতে পারে সাকা-মুজাহিদের। তবে সরকারের অন্য একটি সূত্র বলেছে, সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসির রায় কার্যকর হতে পারে শনিবারের পর যে কোনো দিন। গুঞ্জন চলছে, সাকা-মুজাহিদের ফাঁসি কার্যকর নিয়ে সরকার কালক্ষেপণ করতে চায় না। শুক্রবার সরকারি ছুটি থাকায় তাদের ফাঁসি কার্যকর করা হয়নি। এ জন্য আজ শনিবার রাতে দুই প্রভাবশালী নেতার ফাঁসি কার্যকর করা হতে পারে। এদিকে মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত দুই অপরাধীর ফাঁসির রায় কার্যকর দেখতে দেশের মানুষ যেন অধীর অপেক্ষায় রয়েছে। সারা দেশে বিভিন্ন সংগঠন ফাঁসির রায় দ্রুত কার্যকরের দাবিতে রাস্তায় রাস্তায় মানববন্ধন করেছে। একই দাবিতে শাহবাগে গত রাতে অবস্থান নিয়েছে গণজাগরণ মঞ্চ। মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেছেন, এই দাবিতে তারা অবস্থান, বক্তৃতা, মিছিল, মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। শুক্রবার বিকেলে অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, এসব যুদ্ধাপরাধীদের সাজা কার্যকর হলে জাতি কলঙ্কমুক্ত হবে। সাকা-মুজাহিদের ফাঁসি শনিবার কার্যকর হতে পারে কিনা- জানতে চাইলে সরকারের নীতিনির্ধারক পর্যায়ের এক নেতা জানান, রায়ের কপি যাওয়ার পর এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবেন কখন রায় কার্যকর করবেন। রায়ের কপি পৌঁছানোর পর শনিবার কিংবা এরপর যে কোনো দিন রায় কার্যকর করতে কোনো বাধা নেই। তিনি বলেন, সরকার রায় কার্যকর নিয়ে কোনো তাড়াহুড়া করতে চাইছে না। সবকিছুই আদালতের আদেশে রয়েছে। যথেষ্ট সময় দেওয়া হয়েছে, এ ক্ষেত্রেও একই নিয়ম মানা হয়েছে। এদিকে কোন জল্লাদ সাকা-মুজাহিদের রায় কার্যকর করবেন, তা নির্ধারিত না হলেও কাদের মোল্লা ও কামারুজ্জামানের ফাঁসি কার্যকর করা জল্লাদ শাজাহান ও জল্লাদ রাজু’র নাম শোনা যাচ্ছে। শীর্ষ এই দুই যুদ্ধাপরাধীদের মৃত্যুদণ্ড কার্যকর নিয়ে কারাগারের ভেতরে বাইরে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।এছাড়াও সারাদেশে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। তবে আলী আসহান মুহাম্মদ মুজাহিদ এবং সালাহউদ্দিন কাদের চৌধুরীর প্রাণ ভিক্ষা চাওয়া-না চাওয়ার ওপর নির্ভর করছে তাদের মৃত্যুদন্ড কার্যকরের সময়। রায় কার্যকরে সরকারের নির্বাহী আদেশ পেলেই কারা কর্তৃপক্ষ তা বাস্তবায়ন করবে বলে জানা গেছে। ২১ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে