শনিবার, ২১ নভেম্বর, ২০১৫, ১২:২২:০৩

ভালো নেই বাবর

ভালো নেই বাবর

ঢাকা : গাজীপুরের কাশিমপুর কারাগারে বন্দী ১০ ট্রাক অস্ত্র মামলায় মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত বিএনপি নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। গাজীপুর থেকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বহির্বিভাগে আনা হয়েছে। কাশিমপুর কারাগার ১-এর জেল সুপার সুব্রত বালা বলেন, ‘কারাগারে আকস্মিক অসুস্থতা বোধ করেন। পরে আমরা তাঁকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠিয়ে দেই।’ এরপর সকাল ১০টার দিকে লুৎফুজ্জামান বাবরকে হাসপাতালের বহির্বিভাগে আনা হয়। তবে তাঁকে এখনো কোনো ওয়ার্ডে ভর্তি করা হয়নি। এর আগে গত ১৬ নভেম্বর গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করা হয় বাবরের। আদালতের নির্দেশে এ ব্যবস্থা নেওয়া হয় বলে কারা কর্তৃপক্ষ জানায়। ওই সময় চিকিৎসকরা আরো জানিয়েছিলেন, স্বাস্থ্য পরীক্ষাকালে জানা গেছে, লুৎফুজ্জামান বাবর মারাত্মক শ্বাসকষ্ট ও মেরুদণ্ডে ব্যথা, পেটের পীড়া, মানসিক চাপসহ বিভিন্ন রোগে ভুগছেন। ২১ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে