শনিবার, ২১ নভেম্বর, ২০১৫, ০১:৫৭:৩৭

প্রাণভিক্ষা চাইলেন সাকা-মুজাহিদ

প্রাণভিক্ষা চাইলেন সাকা-মুজাহিদ

ঢাকা : রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন জানিয়েছেন ১৯৭১ সালে মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডে দণ্ডিত বিএনপি নেতা সালাউদ্দীন কাদের চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মুহাম্মদ মুজাহিদ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি ঊর্ধ্বতন একজন কর্মকর্তা বিবিসির কাছে নিশ্চিত করেছেন এ তথ্য। সূত্রটি জানায়, আবেদন দুটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নেয়া হয়েছে। সেখান থেকে আবেদন দুটিকে যাচাই বাছাইয়ের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে। এদিকে আইন মন্ত্রী আনিসুল হক বিবিসিকে বলেছেন, আবেদন দুটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আইন মন্ত্রণালয়ে এলে আজই তা রাষ্ট্রপতির কাছে বিবেচনার জন্য পাঠানো হবে। 'এ ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নেয়া হবে', বলছেন মি. হক। দুই নেতার প্রাণভিক্ষার আবেদনের ব্যাপারে সিদ্ধান্ত জানতে সকালেই একজন ম্যাজিস্ট্রেট কারাগারে প্রবেশ করে। ২১ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে