শনিবার, ২১ নভেম্বর, ২০১৫, ০৩:২০:৩৫

এই দাবি অযৌক্তিক : অ্যাটর্নি জেনারেল

এই দাবি অযৌক্তিক : অ্যাটর্নি জেনারেল

ঢাকা: শনিবার দুপুরে সুপ্রিম কোর্টে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় নিজের অবস্থান জানতে চেয়ে মুজাহিদ পরিবার যে বক্তব্য দিয়েছেন তা মানুষকে বিভ্রান্ত সৃষ্টি করবে। জামায়াতে ইসলামীর নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের পরিবারের দাবি অযৌক্তিক। মানুষকে বিভ্রান্ত করতে এমন কথা বলা হচ্ছে। মুজাহিদের পরিবারের সদস্যরা বলেছেন, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় নিজের অবস্থান জানতে চান মুজাহিদ। এই মামলা তিনি লড়তে চান। তাই এই মামলার কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত ফাঁসি কার্যকর না করতে পরিবারের সদস্য আহ্বান জানিয়েছেন। মুজাহিদের পরিবারের সদস্যদের দাবির বিষয়ে জানতে চাওয়া হলে মাহবুবে আলম বলেন, কোনো ব্যক্তির একটি মামলায় ফাঁসির আদেশ হলে বা কার্যকর হলে তার বিরুদ্ধে থাকা অন্য মামলাগুলোর কার্যক্রম বন্ধ হয়ে যায়। আদালত মৃত ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ শুনানি করেন না। তাই মামলা থাকলে ফাঁসি কার্যকর করা যাবে না এমন দাবি অযৌক্তিক। এগুলো বিভ্রান্তি সৃষ্টির জন্য করা হচ্ছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে