শনিবার, ২১ নভেম্বর, ২০১৫, ০৫:৫২:২০

বাবার কাছে জানতে এসেছি : ফাইয়াজ কাদের

 বাবার কাছে জানতে এসেছি : ফাইয়াজ কাদের

ঢাকা : যুদ্ধাপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর সঙ্গে দেখা করতে কারা ফটকে অপেক্ষা করেছেন তার পরিবারের সদস্যরা। এখনো তারা সাকা চৌধুরীর সঙ্গে দেখা করার অনুমতি পাননি। শনিবার বিকেল ৫টার দিকে সাকা চৌধুরীর বড় ছেলে ফাইয়াজ কাদের চৌধুরীর নেতৃত্বে দুই আইনজীবীসহ মোট পাঁচ সদস্য কারাগারে পৌঁছেন। এসময় ফাইয়াজ কাদের চৌধুরী সাংবাদিকদের বলেন, প্রাণভিক্ষার প্রকৃত বিষয়টা জানতে বাবার সঙ্গে দেখা করতে এসেছি। এখনো পর্যন্ত দেখা করার অনুমিতি পাইনি। তিনি বলেন, আমার বাবাকে (সাকা) তো আপনারা চেনেন। আপনাদের কি বিশ্বাস হয় আমার বাবা প্রাণ ভিক্ষার জন্য আবেদন করেছেন। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদ রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চেয়েছেন’ কারা কর্তৃপক্ষের বরাত দিয়ে বিভিন্ন গণমাধ্যমে যে খবর প্রকাশিত হয়েছে তা গুজব বলে শনিবার দু’পরিবারই বিশ্বাস করতে পারছে না। ২১ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে