শনিবার, ২১ নভেম্বর, ২০১৫, ০৬:১১:১৫

রাজধানীর গুলশানের বাসায় খালেদা জিয়া

রাজধানীর গুলশানের বাসায় খালেদা জিয়া

নিউজ ডেস্ক : সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে দুই মাসেরও বেশি সময় লন্ডনে অবস্থান করর পর আজ বিকেলে ঢাকায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিকেল ৫টার দিকে তাকে বহনকারী এমিরেটসের একটি বিমান ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দর থেকে খালেদা জিয়া সরাসরি তার গুলশানের বাসভবনে চলে যান। খালেদা জিয়াকে বহনকারী বিমানটি নামার বেশ আগে থেকেই বিমানবন্দর এলাকায় কড়া নিরাপত্তাব্যবস্থা নেয়া হয়। যাত্রী ছাড়া সবাইকেই মূল সড়কেই আটকে দেয়া হয়। সাংবাদিকদেরও প্রবেশ করতে দেয়া হয়নি। খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে বহু নেতাকর্মী উপস্থিত হয়েছিলেন, কিন্তু পুলিশ তাদের মূল সড়কেই আটকে দেয়। বিএনপির কয়েকজন নেতা এবং বেশ কয়েকশ' কর্মী বিমানবন্দর এলাকায় ঢুকতে না পেরে এয়ারপোর্ট রোডের ওপরেই জড়ো হয়ে তাদের নেত্রীরে আগমনের অপেক্ষা করেন। মওদুদ আহমদ এবং আব্দুল্লাহ আল নোমানের মতো সিনিয়র নেতাদেরও বিমানবন্দরে প্রবেশ করতে দেয়নি পুলিশ। এ ব্যাপারে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন বলেন, বর্তমান নিরাপত্তা পরিস্থিতির কারণেই কড়াকড়ি আরোপ করা হয়েছে। চিকিৎসার উদ্দেশ্যে গত ১৬ সেপ্টেম্বর লন্ডনে যান মিসেস জিয়া। সেখানে দীর্ঘদিন ধরেই তার বড় ছেলে তারেক রহমানসহ পরিবারের অন্য সদস্যরা অবস্থান করছেন। লন্ডন অবস্থানকালে বেগম জিয়ার দেশে ফেরা নিয়ে কম জল্পনা-কল্পনা হয়নি। সরকারদলীয় অনেক নেতাই বলেছেন, পালিয়েছেন বিএনপি নেত্রী খালেদা জিয়া। ২১ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে