শনিবার, ২১ নভেম্বর, ২০১৫, ০৬:২৭:০৫

বাঁচার আবেদন এখন আইন মন্ত্রণালয়ে

বাঁচার আবেদন এখন আইন মন্ত্রণালয়ে

ঢাকা : ঢাকা কেন্দ্রীয় কারাগারের কনডেম সেলে আছেন যুদ্ধাপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সালাউদ্দীন কাদের চৌধুরী ও আলী আহসান মুহাম্মদ মুজাহিদ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোজাম্মেল হক জানিয়েছেন, ১৯৭১ সালে মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডে দণ্ডিত বিএনপি নেতা সালাউদ্দীন কাদের চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মুহাম্মদ মুজাহিদের প্রাণভিক্ষার আবেদন প্রাথমিক যাচাই-বাছাইয়ের পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আইনমন্ত্রী আনিসুল হকও খবরটি নিশ্চিত করে জানান, আবেদন দুটি হাতে পেলে আজই সিদ্ধান্ত নেবার জন্য রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে। এ ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নেয়া হবে। দুই নেতার প্রাণভিক্ষার আবেদনের ব্যাপারে সিদ্ধান্ত জানতে আজ সকালেই দুজন ম্যাজিস্ট্রেট কারাগারে যান। এদিকে মুজাহিদের ছেলে আলী আহম্মেদ মাবরুর বলেছেন, প্রাণভিক্ষা চাওয়ার যে খবর শোনা যাচ্ছে তা সঠিক নয় বলে মনে হচ্ছে। তারা যখন তার বাবার সঙ্গে দেখা করেছেন তখন তিনি জানিয়েছিলেন যে, তিনি প্রাণভিক্ষা চাইবেন না। এদিকে সালাউদ্দীন কাদের চৌধুরীর স্ত্রী ফারহাত কাদের চৌধুরীও এ খবরটিকে অবিশ্বাস্য বলে মনে করছেন। তিনি বলেন, তারা আইনজীবীর মাধ্যমে দুদিন ধরে চৌধুরীর সাথে দেখা করার চেষ্টা করছেন, কিন্তু অনুমতি পাননি। তার সাথে দেখা করা গেলে এ বিেয়ে বিভ্রান্তি দূর হতো বলে তিনি উল্লেখ করেন। এর আগে আজ এক সংবাদ সম্মেলনে সাকা চৌধুরীর স্ত্রী বলেন, প্রাণভিক্ষার আবেদন করা তার ব্যক্তিগত ব্যাপার। আইনজীবীদের সাথে কথা বলে তিনি নিজেই এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন। ২১ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে