শনিবার, ২১ নভেম্বর, ২০১৫, ০৭:২৭:২৭

৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন

৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন

নিউজ ডেস্ক : রাজধানী ও চট্টগ্রামে ৩৫ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে সকাল পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় বিজিবি মোতায়েন থাকবে। বিজিবি সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মোহসিন রেজা বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে চট্টগ্রামে সন্ধ্যা ৬টা থেকে ১৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বিজিবি জানায়, চট্টগ্রাম নগরীতে ৬, রাউজানে ২, রাঙ্গুনিয়ায় ২ ও জেলার অন্যান্য স্থানে ৫ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে। চট্টগ্রামে বিজিবির দক্ষিণ-পূর্ব রিজিয়নের পরিচালক লে. কর্নেল এ আর এম নাসির উদ্দিন একরাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। গত বুধবার বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দীন কাদের (সাকা) চৌধুরী ও জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসির রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন খারিজ করে মৃত্যুদণ্ড বহাল রাখেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ। ফাঁসি কার্যকরে আগে সম্ভাব্য আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি রোধে সরকার সারাদেশে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে। ২১ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে