শনিবার, ২১ নভেম্বর, ২০১৫, ০৭:৫২:১৬

‘খালেদা দেশে ফেরার খবরে শঙ্কিত জনগণ’

‘খালেদা দেশে ফেরার খবরে শঙ্কিত জনগণ’

নিউজ ডেস্ক : আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, পত্রিকায় দেখলাম, খালেদা জিয়ার নিরাপত্তা নিয়ে নাকি উদ্বিগ্ন বিএনপি। প্রকৃতপক্ষে খালেদা জিয়া দেশে ফিরে আসায় দেশের মানুষই তাদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। শনিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ এ আলোচনা সভার আয়োজন করে। হাসান মাহমুদ বলেন, শুনেছি খালেদা জিয়া নাকি লন্ডনে অনেক সন্ত্রাসী গোষ্ঠীর সাথে বৈঠক করেছেন। সেখানে দেশ নিয়ে তিনি আবার কোন ষড়যন্ত্র করেছেন? আবারো আন্দোলনের নামে পেট্রল বোমার রাজনীতি শুরু করবেন কিনা- এসব নিয়ে শঙ্কায় আছে জনগণ। তিনি বরেন, দেশের ইতিহাসকে কলঙ্কমুক্ত করতে যখন জননেত্রী শেখ হাসিনা সরকার যুদ্ধাপরাধীদের বিচারকার্য প্রায় সম্পন্নের পর্যায়ে তখন হিউম্যান রাইট ওয়াচ ও অ্যামিন্যাস্টির মতো কিছু সংগঠন যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে প্রশ্ন তুলে বিবৃতি প্রদান করছে। তিনি বলেন, অথচ যখন সাদ্দাম হোসেনকে যুক্তরাষ্ট্র ফাঁসি দিয়েছিল তখন তারা মুখে কুলুপ এঁটে ছিল। বোস্টন বা অন্য কোনো জায়গায় যখন হত্যা করা হয় তখন এসব সংগঠন বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে বলে কোনো বিবৃতি দেয় না। আওয়ামী লীগের এই প্রচার সম্পাদক বলেন, এতোদিন যে জঙ্গি ও সন্ত্রাসী আশ্রয়ের রাজনীতি করেছেন দয়া করে তা পরিহার করে জনগণের কাছে গিয়ে অতীত ভুল-ভ্রান্তির জন্য ক্ষমা চান। তাহলে হয়তো ক্ষমা করলেও করতে পারে। যুদ্ধাপরাধীদের বিচার প্রসঙ্গে তিনি বলেন, পলাশীর যুদ্ধের ইতিহাসে পড়ছি বেঈমান মীর জাফরের কোনো বিচার হয়নি। তেমনি ৭১' এর যুদ্ধাপরাধীদের বিচার না হলে পরবর্তী প্রজন্ম পড়তো এদেশেও একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচার হয়নি। চোখ রাঙানি, ষড়যন্ত্র উপেক্ষা করে শেখ হাসিনার সরকার ঠিকই যুদ্ধাপরাধীদের বিচার শুরু করে রায়ও কার্যকর করতে পেরেছে। ২১ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে