শনিবার, ২১ নভেম্বর, ২০১৫, ০৮:২৯:৫৫

‘আমারটা আমি দিয়েছি, বাকিটা রাষ্ট্রপতির ব্যাপার’

‘আমারটা আমি দিয়েছি, বাকিটা রাষ্ট্রপতির ব্যাপার’

ঢাকা : একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী এবং জামায়াত আলী আহসান মোহাম্মদ মুজাহিদের প্রাণভিক্ষার আবেদনে মতামত দিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় গুলশানে নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। তিনি বলেন, তাদের প্রাণভিক্ষার আবেদনের পরিপ্রেক্ষিতে আমারটা আমি দিয়েছি, বাকিটা রাষ্ট্রপতি ব্যাপার। তিনিই নিস্পত্তি করবেন। সেটা এখন সম্পূর্ণ রাষ্ট্রপতির ব্যাপার। প্রাণভিক্ষার আবেদন কখন রাষ্ট্রপতির কার্যালয়ে পাঠানো হবে জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, এর কোনো নির্দিষ্ট সময় নেই। একদিনও লাগতে পারে আবার দুই তিনদিনও লাগতে পারে। তবে তিনি কি মতামত দিয়েছেন তা জানাননি। যতক্ষণ পর্যন্ত আবেদনটি রাষ্ট্রপতির কার্যালয়ে না পৌঁছবে ততক্ষণ পর্যন্ত আমি বলতো পারবো না কি মতামত দিয়েছি। এটা আমার সাংবিধানিক দায়িত্ব। অন্য এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, তিনটি আদালতে তাদের বিচার হয়েছে। বিচার সম্পন্ন হবার পর তারা এখন যে দাবি তুলেছেন এসব দাবির কোনো যৌক্তিকতা নেই। তাদের এসব দাবি নেহাতই একটা পরিস্থিতি সৃষ্টি মাত্র। ২১ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে