শুক্রবার, ০২ মার্চ, ২০১৮, ১১:২৫:৪৬

নোম্যান্স ল্যান্ড থেকে মিয়ানমারকে সরে যাওয়ার অনুরোধ বাংলাদেশের

নোম্যান্স ল্যান্ড থেকে মিয়ানমারকে সরে যাওয়ার অনুরোধ বাংলাদেশের

নিউজ ডেস্ক : বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের নোম্যান্স ল্যান্ডে মিয়ানমারের সেনারা ভারি অস্ত্র সরঞ্জাম নিয়ে অবস্থান করায় তাদের সরে যাওয়ার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী। শুক্রবার এ তথ্য প্রকাশ করেছে সংবাদ মাধ্যম বিবিসি।

বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিবিসিকে জানায়, বৃহস্পতিবার সীমান্তে ভারি অস্ত্র সরঞ্জাম নিয়ে অবস্থান নেয় মিয়ানমারের শতাধিক সেনা। একইসঙ্গে সেখানে আশ্রয় নেয়া ৫ হাজারের বেশি রোহিঙ্গা শরণার্থীকে সরে যাওয়ার হুমকি দেয় তারা। এর পরপরই মিয়ানমারের সেনাদের সরে যেতে অনুরোধ জানায় বিজিবি।

একে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন উল্লেখ কোরে দেশটির বিজিপি'র সঙ্গে বৈঠকের আহবান জানান তারা। তবে এতে সারা না দিয়ে নানা টালবাহানা করে সীমান্তে অবস্থানরত সেনারা। সম্প্রতি মিয়ানমার কর্তৃপক্ষ অভিযোগ করে গত আগস্টে দেশটির পুলিশের ওপর হামলাকারীরা সীমান্তের শিবিরে আশ্রয় নিয়েছে।

এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে