শনিবার, ২১ নভেম্বর, ২০১৫, ০৮:৪২:৩৮

প্রাণভিক্ষার আবেদন এখন বঙ্গভবনে

প্রাণভিক্ষার আবেদন এখন বঙ্গভবনে

নিউজ ডেস্ক : যুদ্ধাপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদের প্রাণভিক্ষার আবেদন এখন গণভবনে। সন্ধ্যা সোয়া ৮টার দিকে আইন সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হকের নেতৃত্বে তিনটি গাড়ি গণভবনে প্রবেশ করে। এর আগে প্রাণভিক্ষার আবেদনে মতামত দিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। রাষ্ট্রপতিই এখন তাদের শেষ ভরসা। রাষ্ট্রপতির ওপর নির্ভর করছে প্রাণভিক্ষা তারা পাবেন কি পাবেন না। এর আগে দুপুরে নিজেদের অপরাধের জন্য রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনা করে প্রাণভিক্ষার আবেদন করেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মুহাম্মদ মুজাহিদ। কার্যত এর মধ্যে দিয়ে তারা নিজেদের অপরাধের দায় স্বীকার করে নিলেন; যদিও বিচারকালে তারা বলে আসছিলেন এই প্রসিকিউশনের আনা অভিযোগের সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই। এদিকে সাকা-মুজাহিদের ক্ষমা চাওয়ার খবর আসার কিছুক্ষণ আগেই রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাকার স্ত্রী ফরহাত কাদের চৌধুরী বলেন, তার স্বামী আইনজীবীদের সঙ্গে দেখা না করে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না। ২১ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে