শনিবার, ২১ নভেম্বর, ২০১৫, ০৯:১৫:২৮

কারাগারে ৪ অ্যাম্বুলেন্স, ৭ জল্লাদ প্রস্তুত

  কারাগারে ৪ অ্যাম্বুলেন্স, ৭ জল্লাদ প্রস্তুত

ঢাকা : একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসির রায় কার্যকরকে কেন্দ্র করে ঢাকা কেন্দ্রীয় কারাগারে ঢুকেছেন অতিরিক্ত আইজি প্রিজন কর্নেল ফজলুল কবীর। শনিবার রাত ৮টার দিকে কারা অভ্যন্তরে প্রবেশ করেন তিনি। অতিরিক্ত আইজি প্রিজনের কারাগারে প্রবেশের মধ্যদিয়ে তাদের ফাঁসির দণ্ড কার্যকরের ইঙ্গিত দিল। এদিকে সন্ধ্যা থেকেই কারাসূত্রে জানা গেছে, এরই মধ্যে কারা অভ্যন্তরে ৭ জল্লাদকে প্রস্তুত রাখা হয়েছে। কারা কম্পাউন্ডে প্রস্তুত রাখা হয়েছে চারটি অ্যাম্বুলেন্সও। অন্যদিকে সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের পরিবারের সদস্যদের ডেকেছেন কার কর্তৃপক্ষ। শনিবার রাত সাড়ে আটটায় শেষ সাক্ষাতের জন্য তাদের পরিবারের সদস্যদের ডেকে পাঠান কারা কর্তৃপক্ষ। ২১ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে